West Bengal live news Highlights: অবৈধ বাংলাদেশি ধরতে পুলিশের দুরন্ত অ্যাকশন, কত জন আটক? সংখ্যাটা জানলে চমকে যাবেন

West Bengal News Updates 30 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 30 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
bangladeshi arrested,

West Bengal News Live: জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট

Kolkata News Highlights: নদীয়ার ধানতলা থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে চার মহিলা তিন জন পুরুষ। এদের সঙ্গে রয়েছেন আরও চার শিশুও। ধানতলার বরণবেড়িয়া নিরালাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর ভুয়ো ভোটার কার্ড নিয়ে দীর্ঘদিন রাজ্যে ছিলেন সকলে। 

Advertisment

আর বাড়ি ফেরা হল না। মেলা দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত আরও তিন। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে মগরা থানা এলাকায়। জানা গিয়েছে মৃতদের নাম রাজু মুর্মু , শুভজিৎ মন্ডল ও শ্রাবণ মন্ডল। বাকি তিন আহতকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। 

সংসদের বাদল অধিবেশনে বুধবার রাজ্যসভায় ফের শুরু হল অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক। এদিন দুপুরে বিতর্কের সূচনা করেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় স্পষ্ট ভাষায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, “অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি।” তিনি আরও বলেন, "তৎকালীন পরিস্থিতি নিয়ে একাধিক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা সবার উদ্দেশে একই বার্তা পাঠাই— আমরা মধ্যস্থতা চাই না। পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্ত আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবে হবে।"

Advertisment

“পাকিস্তানকে জবাব দেওয়াই ছিল উদ্দেশ্য”

জয়শঙ্কর বলেন, “আমরা পরিষ্কার জানিয়েছিলাম— এটা পাকিস্তানের হামলার জবাব। এবং যতদিন না তারা যুদ্ধবিরতির অনুরোধ করে, ততদিন আমাদের প্রতিক্রিয়া চলবে। যুদ্ধ থামাতে হলে, সেই অনুরোধ আসতে হবে শুধুমাত্র ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর মাধ্যমে।”

লোকসভায় মোদীর বক্তব্য: “পিওকে ছেড়েছিল কারা?”

অপারেশন সিন্দুর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করেন এবং কংগ্রেসের উদ্দেশে কড়া প্রশ্ন ছুঁড়ে দেন—“পাক অধিকৃত কাশ্মীর (PoK) ফিরিয়ে আনার কথা বলার আগে কংগ্রেসের উত্তর দিতে হবে— PoK ছেড়েছিল কারা? কংগ্রেসের একের পর এক ভুলের মাশুল আজও দেশ দিচ্ছে। সেই ভুলের শুরু জওহরলাল নেহরুর আমল থেকেই।”

খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ইএম বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে কিছু সময় আগে আগুন লাগার ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। ১৫-২০ মিনিট সময় কেটে গেলেও ঘটনাস্থলে দমকলের দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। সূত্রের খবর অগ্নিকান্ডের ঘটনায় কয়েকশো পরিবার গৃহহীন হয়ে পড়ে। তুমুল আতঙ্কে হুলস্থূল। প্রায় ২০০০ স্কোয়ারফুট এলাকা আগুনের গ্রাসে। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ফোন করলেও দমকলের দেখা মেলেনি। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। আশেপাশে আরও একাধিক প্লাটিকের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। আগুনের গ্রামে পুড়ে খাক একাধিক ঝুপড়ি। 

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চিনে সতর্কতা জারি! সাংহাই থেকে ২ লক্ষ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চিনের পূর্বাঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সরকারি সংবাদমাধ্যমের খবর অনুসারে, সাংহাই শহর থেকে ইতিমধ্যেই প্রায় ২,৮০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর জাপান ও আমেরিকায় সুনামির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সতর্কতাও জারি করা হয়েছে। 

‘জল ও রক্ত একসাথে বইতে পারে না’— সংসদে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের, সিন্ধু চুক্তি নিয়ে জয়শঙ্করের হুঁশিয়ারি। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল ভারত। সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সংসদে বলেন,“জল এবং রক্ত একসাথে বইতে পারে না।” সীমান্তে লাগাতার সন্ত্রাসবাদের মধ্যেই এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংসদে মুখ খুললেন তিনি। বিদেশমন্ত্রী বলেন, “সিন্ধু জলচুক্তি অনেক দিক থেকেই একটি অনন্য চুক্তি। আমি বিশ্বের এমন কোনও চুক্তির কথা উদাহরণ দিতে পারি না যেখানে কোনও দেশ তার প্রধান নদীগুলিকে অন্য দেশে প্রবাহিত হতে দিয়েছে, সেই নদীর উপর অধিকার ছাড়াই।”তিনি আরও বলেন,“এটি একটি ব্যতিক্রমী চুক্তি ছিল। আমরা এটি স্থগিত রেখেছি, তবে এই ঘটনার পেছনে যে ইতিহাস রয়েছে, তা মনে রাখা প্রয়োজন।” জয়শঙ্কর আরও বলেন,“ভারত সীমান্ত পার সন্ত্রাসবাদের মুখোমুখি। বিশ্বের কোনও দেশ আমাদের মতো এত সন্ত্রাসী ঘটনার সম্মুখীন হয় না।” তিনি পাকিস্তানের নাম সরাসরি না নিলেও তাঁর বক্তব্য ছিল স্পষ্ট — যে দেশ সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, তার সঙ্গে এমন গুরুত্বপূর্ণ চুক্তি কার্যকর রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ।

পহেলগাঁও হামলায় লস্কর-ই-তৈয়বার প্রত্যক্ষ ভূমিকা, পাকিস্তানের 'মুখোশ' খুলে দিল রাষ্ট্র সংঘের রিপোর্ট। পাকিস্তানই সন্ত্রাসবাদের মদতদাতা, বারে বারে ভারতের তরফে এমন যুক্তি উপস্থাপন করা হয়েছিল এবার সামনে এল রাষ্ট্রসংঘের বিস্ফোরক প্রতিবেদন। যাতে বলা হয়েছে চলতি বছর ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার পেছনে সরাসরি লস্কর-ই-তৈয়বা (LeT) জড়িত ছিল। সেই হামলায় ২৬ জন নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারান। রাষ্ট্রসংঘের Sanctions Monitoring Team জানিয়েছে, এই হামলার দায়িত্ব ছিল দ্য রেসিডেন্ট ফ্রন্ট (TRF)-এর কাঁধে। তদন্তে উঠে এসেছে, লস্কর TRF-কে কৌশলগতভাবে সাহায্য করে এই হামলা সফল করে। রিপোর্টে আরও উল্লেখ, "এই হামলা লস্করের অনুমোদন ছাড়া সম্ভব ছিল না।" আন্তর্জাতিক স্তরে যখন পাকিস্তান এই হামলার দায় এড়াতে মরিয়া চেষ্টা করছে, ঠিক তখনই এই রাষ্ট্রসংঘের রিপোর্ট পাকিস্তানের মিথ্যা প্রচারের মুখোশ খুলে দিল। ২০১৯ সালে প্রতিষ্ঠিত TRF-এর সঙ্গে লস্করের সম্পর্ক নিয়ে বহুবার ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে। এবার রাষ্ট্রসংঘও সেই সম্পর্ককে স্বীকৃতি দিল। রিপোর্টে বলা হয়েছে, TRF গঠনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং লস্কর প্রধান হাফিজ সইদের প্রত্যক্ষ ভূমিকা ছিল।

আজ, বুধবার, সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিন। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। লোকসভায়, বিরোধী দল শাসক দলকে নিশানা করে অপারেশন সিঁদুর নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপিত করেছে । যার উত্তর দিয়েছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদী নিজেও এই বিষয়ে সমাপনী ভাষণ দিয়েছেন। আজ, বুধবার, রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে।

আজ সকালে রাশিয়ার কমচাটকা উপদ্বীপে শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়েছে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের বৃহত্তর উত্তরাঞ্চল হোক্কাইডোর উপকূলবর্তী এলাকায়। এই খবরটি সংবাদ সংস্থা এপি-র সূত্রে প্রকাশিত হয়েছে। 

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, হোক্কাইডোর পূর্ব উপকূলবর্তী শহর নেমুরোতে প্রথম সুনামির ঢেউ আছড়ে পড়ে, যার উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। 

অন্যদিকে, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান জনবসতি সেভেরো-কুরিলস্কেও প্রথম সুনামি ঢেউ পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেনকো। তিনি জানিয়েছেন, এলাকার বাসিন্দারা নিরাপদে রয়েছেন এবং আপাতত উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। এছাড়াও, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সও সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন- Kolkata rain forecast:আজ বর্ষার রুদ্র মেজাজ দেখবে বাংলা! জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে কতদিন?

এদিকে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় কলকাতা সহ রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- Mamata Banerjee:বীরভূমের বুকে নতুন ইতিহাসের সূচনা মুখ্যমন্ত্রীর, তারাপীঠের কাছেই বিরাট কর্মযজ্ঞ!

  • Jul 30, 2025 20:52 IST

    Kolkata News Live Updates: ঘাটালে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বৈঠক দেবের

    ঘাটালে বন্যা পরিস্থিতি। সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। বৈঠকে সভাপতিত্ব করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব এন এস নিগম,  জেলাশাসক খুরশেদ আলি কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ ঘাটালের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকে মূলত ঘাটালের জলমগ্ন পরিস্থিতি, স্বাস্থ্যবিধি, পানীয় জলের সরবরাহ, আক্রান্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরানো সহ একাধিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও উচ্চপর্যায়ের পর্যালোচনা হয়।



  • Jul 30, 2025 15:02 IST

    Kolkata News Live Updates:তৃণমূল নেতা খুনে গ্রেফতারি

    তৃণমূলের দাপুটে নেতা খুনে বড়সড় গ্রেফতারি। মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি খুনে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করে খুনে অভিযুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন- TMC:তৃণমূলের দাপুটে নেতা খুনে বড়সড় গ্রেফতারি, এখনও অধরা ৩



  • Jul 30, 2025 12:23 IST

    Kolkata News Live Updates:মৎস্যজীবীদের জন্য নয়া নিয়ম!

    গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয় পত্র। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদের সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু মৎস্যজীবী এখনও সেই নির্দেশ মেনে চলছেন না। যে কারণে প্রায়শই মাঝসমুদ্রে গিয়ে একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে মৎস্যজীবীদের তেমনই সমস্যায় পড়েছেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরাও। 

    বিস্তারিত পড়ুন- fishermen:এবার থেকে মৎস্যজীবীরা সমুদ্রে গেলে সঙ্গে রাখতেই হবে বিশেষ এই জিনিসটি



  • Jul 30, 2025 11:52 IST

    Kolkata News Live Updates:বিরোধী প্রশ্নে প্রবল অস্বস্তিতে মোদী সরকার

    পিওকে যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— অপারেশন সিঁদুর নিয়ে মোদী সরকারকে 'তুলোধোনা' কংগ্রেসের। সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে চলা বিশেষ আলোচনায় গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন অপারেশন সিন্দুরের বিস্তারিত তথ্য তুলে ধরেন, তখন গগৈ মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলে কোনঠাসা করা চেষ্টা করেন।

    বিস্তারিত পড়ুন- Congress On Operation Sindoor: ‘‘POK যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— বিরোধী প্রশ্নে প্রবল অস্বস্তিতে মোদী সরকার



  • Jul 30, 2025 11:50 IST

    Kolkata News Live Updates:ঝুলন উৎসবে জমজমাট দিঘা!

    প্রাকৃতিক দুর্যোগকে ফুৎকারে উড়িয়ে দিঘার জগন্নাথ ধামে ঝুলন উৎসবে জমাটি ভিড়। রাধা-মদনমোহনের দোলনার রশি ধরে দোল খাওয়াচ্ছেন আগত ভক্তরা। সমুদ্র পাড়ে রাধা-কৃষ্ণের এই প্রেমলীলার সাক্ষী থাকতে রোজ কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন জগন্নাথ ধামে। ঝুলনকে কেন্দ্র করে রাজ্যের সৈকত নগরী দিঘা জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। পর্যটকরা তো বটেই ফি দিন ধর্মপ্রাণ ভক্তদের ভিড়েও উপচে পড়ছে দিঘার আনাচকানাচ।

    বিস্তারিত পড়ুন- Digha :ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়



  • Jul 30, 2025 11:07 IST

    Kolkata News Live Updates:কেন্দ্রকে তোপ সায়নীর

    এবার লোকসভায় বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কসভায় অংশ নিয়ে আরও একবার কেন্দ্রের বঙ্গ-বঞ্চনা নিয়ে সরব সায়নী। পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের আক্রমণেরও কড়া জবাব দিয়েছেন সায়নী। মোদী সরকারকে আক্রমণ শানিয়ে সায়নী বলেছেন, "আপনারা তো প্রায় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, তাহলে আপনারা কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন?"

    বিস্তারিত পড়ুন- Sayani Ghosh:'দিদি বাংলাদেশিদের ঢোকাচ্ছেন বলে অভিযোগ তোলেন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন কেন?' কেন্দ্রকে তোপ সায়নীর



  • Jul 30, 2025 11:06 IST

    Kolkata News Live Updates:কল্যাণের মন্তব্যে তুমুল বিতর্ক!

    সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই মন্তব্যের তুমুল প্রতিবাদে সোচ্চার হয়েছে কেন্দ্রের শাসকদল BJP।


    বিস্তারিত পড়ুন- Kalyan Banerjee: পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখ কল্যাণের, সমালোচনায় সরব BJP



  • Jul 30, 2025 09:14 IST

    Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস

    অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তরের। আজ দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের এই পর্ব এবার চলবে কতদিন পর্যন্ত? আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata rain forecast:আজ বর্ষার রুদ্র মেজাজ দেখবে বাংলা! জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে কতদিন?



russia tsunami Bengali News Today