প্রথমে ঘরে ঢুকে মেরেছি এবার বুকের ছাতিতে আঘাত, ২২ এপ্রিলের বদলা ২২ মিনিটে: মোদী

Pm modi in rajasthan: পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Pm modi in rajasthan: পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Pm modi in rajasthan, pm modi rajasthan visit, pm modi bikaner visit, pm modi karni temple visit, pm modi bikaner visit updates, pm modi in bikaner, pm modi news, pm modi, Bikaner News in Hindi, Latest Bikaner News in Hindi, Bikaner Hindi, Modi,operation sindoor,pakistan,মোদী, রাজস্থান,বিকানির,অপারেশন সিঁদুর,রাজস্থান বিকানির মোদীর সভা

Pm modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

pm modi news: আবারও পাকিস্তানকে চরম বার্তা মোদীর। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথম প্রকাশ্য কোনও জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিবেশী দেশকে আগুনে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এর আগে বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেও রাজস্থানেই প্রথম জনসভা করেছিলেন নমো। মোদী বললেন, "বীরভূমিতে এ এক কাকতালীয় সংযোগ।" স্বভাবিকভাবেই অপারেশন সিঁদুরের পর মরুরাজ্যে বৃহস্পতিবার মোদীর এই জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। BJP-র নেতা-কর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে এদিন সাধারণ মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। 

Advertisment

'যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়েছি'

বিকানিরের সভামঞ্চ থেকে এদিন মোদী বলেন, "যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়েছি। যারা নিজেদের অস্ত্রের গর্ব করত তারা আজ হতাশায় ডুবছে। এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। অপারেশন সিঁদুর ন্যায়ের নতুন স্বরূপ। অপারেশন সিঁদুর দেশের রুদ্র রূপ। এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্র রূপ। প্রথমে ঘরে ঢুকে মেরেছি এবার বুকে গিয়ে মেরেছি। এবার একেবারে ছাতিতে আঘাত আনা হয়েছে। সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব তা দেখেছে। পরমাণু বোমার হুমকিতে ভারত ভয় পায় না। আতঙ্কের ফণা থেঁতলে দিতে ভারতের নতুন নীতি। সোজা লড়াইয়ে কোনও দিনও জিতবে না পাকিস্তান। তাই জঙ্গিদের ঢাল করে লড়াই চালায় পাকিস্তান।" 

'২২ এপ্রিলের হামলার বদলা ২২ মিনিটে নিয়েছি' 

Advertisment

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, "সন্ত্রাসী ও সন্ত্রাসীদের মদতদাতাদের একই দৃষ্টিতে দেখতে হবে। স্বাধীনতার পর থেকেই ভারতে সন্ত্রাসের নীতি পাকিস্তানের। ভারত মায়ের সেবক আমি। ছাতি চওড়া করে দাঁড়িয়ে আছি। ২২ এপ্রিল হামলার বদলা আমরা ২২ মিনিটে নিয়েছি। জঙ্গিদের ৯টি ঠিকানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গিদের ধুলোয় মেশানোর সংকল্প নিয়েছিল গোটা দেশ। দেশকে কোনও মতেই নত হতে দেব না। পাকিস্তানের সঙ্গে না ট্রেন না আলোচনা। কথা হবে শুধু POK ফেরানো নিয়ে।"

আরও পড়ুন- Kolkata News Live Updates: 'সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব তা দেখেছে', ফের পাকিস্তানকে চরম বার্তা মোদীর

'সরকার ৩ বাহিনীকেই ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল' 

"পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত। ২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন। সন্ত্রাসীরা মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল। দেশবাসীর আশীর্বাদে সেই সংকল্প রক্ষা করা সম্ভব হয়েছে। সরকার ৩ বাহিনীকেই ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল। ভারতীয় সেনার চক্রব্যূহে নাস্তানাবুদ পাকিস্তান। ২২ এপ্রিলের হামলার জবাব ২২ মিনিটে। সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব তা দেখেছে।" বালাকোটে এয়ার স্ট্রাইকের পরে প্রথম সভা ছিল রাজস্থানে। এবার অপারেশন সিঁদুরের পরেও প্রথম সভা হল রাজস্থানে। এই প্রসঙ্গে মোদী এদিন বলেন "বীরভূমিতে এ এক কাকতালীয় সংযোগ।"  

আরও পড়ুন- TMC MPs: মাঝ আকাশেই ওঁত পেতেছিল বিপদ! মৃত্যু-মুখ থেকে ফিরলেন তৃণমূলের তাবড় মন্ত্রী, সাংসদরা

modi OPERATION SINDOOR pakistan