emergency landing: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কাশ্মীর যাচ্ছিলেন। মাঝ আকাশে তুমুল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় তাঁদের বিমান। তড়িঘড়ি শ্রীনগর বিমানবন্দরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেই বিমানের জরুরি অবতরণ হয়। তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে ওই বিমানে মোট ২২৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যদিও প্রত্যেকেই সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান উভয় দেশের মধ্যে চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পাক ভূখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চালিয়ে তছনছ করে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করেনি। তবে পাকিস্তান কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে নির্বিচারে গোলাবর্ষণ চালিয়ে গিয়েছে। তারই জেরে বহু ক্ষয়ক্ষতি এমনকী প্রাণহানি পর্যন্ত ঘটেছে।
কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ৫ প্রতিনিধিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই মতো তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর ও মানস ভুঁইয়ারা রওনা দিয়েছিলেন কাশ্মীরের উদ্দেশে। তবে মাঝ আকাশেই তাদের বিমান প্রচন্ড বজ্রপাতের মুখে পড়ে, সঙ্গে শুরু হয়েছিল প্রবল শিলাবৃষ্টি। মাঝ আকাশেই ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। আর কোনও ঝুঁকি না নিয়ে পাইলট বিমানের জরুরি অবতরণ করান শ্রীনগর বিমানবন্দরে। কপাল জোরে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ওই বিমানে থাকা মোট ২২৭ জন যাত্রী।
আরও পড়ুন- Kolkata News Live Updates: কাকভোরে কলকাতায় মারাত্মক দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা দিয়েই উল্টে গেল গাড়ি
পরে কাশ্মীরে পৌঁছে তৃণমূলের ওই প্রতিনিধি দল উপত্যকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। জঙ্গি হামলার পর উপত্যকার সার্বিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীর। কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানোয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
আরও পড়ুন- Kolkata Metro: অনবদ্য পরিষেবা কলকাতা মেট্রোর! যাত্রী-স্বার্থে এমন নজরকাড়া উদ্যোগ দারুণ চর্চায়
জানা গিয়েছে, তৃণমূলের ওই প্রতিনিধি দলটি জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি সেক্টরেও যাবে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। পহেলগাঁও কান্ডের পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানের পরপর গোলাবার্ষণে কাশ্মীর সীমান্তের একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি পর্যন্ত ঘটেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা।
আরও পড়ুন- Kolkata Weather Update today:জোরালো ঝড়-বৃষ্টির দুরন্ত পূর্বাভাস! আজ থেকেই কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়?