/indian-express-bangla/media/media_files/2025/05/29/IKM0In8DnCzVxaNXWg0e.jpg)
Suvendu Adhikari, Narendra Modi,Dilip Ghoah: শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিলীপ ঘোষ।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথম পশ্চিমবঙ্গে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আজ নমোর সভা ঘিরে দিন কয়েক ধরেই তুঙ্গে প্রস্তুতি। রাজ্য BJP-র শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকবেন। তবে দিলীপ ঘোষ মোদীর এই সভায় থাকছেন না, এ কথা শুনে শুভেন্দু অধিকারী যা বললেন তা ঘিরে চর্চা বেড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আলিপুরদুয়ারের সভা থেকে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। অপারেশন সিঁদুরের পর এই প্রথম বঙ্গ সফর মোদীর। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী এদিনের সভা থেকে কী বলেন সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই সফরের মাধ্যমে ভোটের প্রচার শুরু করে দিলেন? এ কথা মানতে চাইছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "প্রধানমন্ত্রী সরকারি উন্নয়নমূলক কাজ করতে আসছেন। পশ্চিমবঙ্গের জন্যও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আজ। বাংলাকে দিতে আসছেন। ভোট হবে ভোটের সময়ে। বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে। ভারত সরকারের নজর আছে। প্রধানমন্ত্রীর মুখ থেকে বলিষ্ঠ বার্তা পাব বলে আমরা আশাবাদী।"
এদিকে, এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে দিলীপ ঘোষ আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় থাকছেন না। সাংবাদিকদের কাছ থেকে এ কথা শুনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করতে পারব না। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি। তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে ডাকেনি।"
এদিকে, আজ প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "উত্তরবঙ্গে কর্মসূচি আছে, ওখানকার কর্মীরা থাকবেন। কলকাতায় যখন আসবেন, তখন আমরা থাকব। যাঁরা পদাধিকারী আছেন, তাঁদের প্রোটোকল আছে, তাঁদের থাকতে হয়। আমি কোনও পদাধিকারী নই। আমি সাধারণ কর্মী। এখানে যখন আসবেন, তখনই যাব। আমি মাঠে সক্রিয় আছি। সাধারণ কর্মীদের সঙ্গেই রয়েছি।"