PM MODI ON GST: কমে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

PM MODI ON GST: জিএসটি হারের বড় সংস্কারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

PM MODI ON GST: জিএসটি হারের বড় সংস্কারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
মোদী বাংলা ভাষণ দুর্গাপুর  জয় মা কালী জয় মা দুর্গা মোদী  মোদী জনসভা দুর্গাপুর ২০২৫  মোদীর বাংলায় বক্তব্য  বিজেপি বনাম তৃণমূল দুর্গাপুর  মোদী বাঙালি আবেগ রাজনীতি  তৃণমূল কটাক্ষ মোদীর ভাষণ  মোদী বাংলা ভাষা রাজনীতি  জয় শ্রী রাম বনাম জয় মা কালী  তৃণমূল মমতা মোদী কটাক্ষ  বাংলা ভাষণ বিতর্ক মোদী  মোদী জনসভা আমন্ত্রণ জয় মা কালী

কমে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

PM MODI ON GST: জিএসটি হারের বড় সংস্কারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, জিএসটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এই সংস্কার নাগরিকদের জীবনযাত্রাকে সহজ করবে এবং বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য ব্যবসার পরিবেশ আরও সহজ করে তুলবে। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমি আনন্দিত যে কেন্দ্র ও রাজ্যগুলির জিএসটি কাউন্সিল জিএসটি হার হ্রাস এবং সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে একমত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, কৃষক, এমএসএমই, মধ্যবিত্ত, মহিলা ও যুবসমাজ উপকৃত হবে।”

Advertisment

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা দিবসের ভাষণেই তিনি জিএসটিতে পরবর্তী প্রজন্মের সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার কার্যকর হয়েছে। নতুন কাঠামো অনুসারে ৫% এবং ১৮% কর স্ল্যাব অনুমোদন করা হয়েছে, যা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

রাজনাথ সিংয়ের প্রতিক্রিয়া

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘোষিত জিএসটি সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে, ছোট ব্যবসার ক্ষমতায়ন ঘটাবে এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নতুন দিশা দেখাবে।”

অমিত শাহের বার্তা

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। জিএসটি হার হ্রাস ও প্রক্রিয়া সংস্কারের এই পদক্ষেপ দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি আনবে। কৃষক, ক্ষুদ্র শিল্প, মহিলা ও যুবকদের উন্নতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

পীযূষ গোয়েলের শুভেচ্ছা

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই সিদ্ধান্ত ভারতের জনগণের জন্য এক দীপাবলির ঐতিহাসিক উপহার। জিএসটি সংস্কার ব্যবসাকে আরও সহজ করে তুলবে  ,গ্রাহকদের স্বস্তি দেবে এবং শিল্পক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।”

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংস্কার শুধু জীবনযাত্রার ব্যয় কমাবে না, বরং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গতি বাড়িয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন- '৮ বছর দেরিতে, কিন্তু...'জিএসটি সংস্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদাম্বরমের

GST modi