/indian-express-bangla/media/media_files/2025/06/28/international-space-station-indian-astronaut-2025-06-28-18-15-09.jpg)
মহাকাশ থেকে মোদীর সঙ্গে কথা! শুভাংশু শুক্লার সাফল্যে উচ্ছ্বাস প্রধানমন্ত্রীর
Shubhanshu Shukla PM Modi interaction: দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে অবশেষে মহাকাশে সফল অভিযান। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার হাত ধরেই তৈরি হল নয়া ইতিহাসের। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সঙ্গে ভিডিও কলে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মসাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ল হাওড়া, নয়া রেল পরিষেবায় খুশির হাওয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অবস্থানরত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন। এই ঐতিহাসিক মুহূর্তে শুভাংশু শুক্লা হলেন সেই প্রথম ভারতীয়, যিনি ৪০ বছরেরও বেশি সময় পর মহাকাশে পাড়ি দিলেন।
PM @narendramodi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station. pic.twitter.com/Q37HqvUwCd
— PMO India (@PMOIndia) June 28, 2025
মার্কিন মহাকাশ সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ২৫ জুন স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলে চেপে ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেন শুক্লা ও তাঁর তিন সঙ্গী। মিশনের কমান্ডার ছিলেন প্রখ্যাত মহাকাশচারী পেগি হুইটসন। মিশনের আরও দুই সদস্য হলেন পোল্যান্ডের স্লাওসজ উজনানস্কি-ভিসনেভস্কি এবং হাঙ্গেরির টিবার কাপু।
প্রধানমন্ত্রীর দফতর ‘এক্স’ -এ এই বৈঠকের ছবি পোস্ট করে লিখেছে –
“PM @narendramodi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station.”
অ্যাক্সিয়ম-৪ মিশনের সফল উৎক্ষেপণের পরই প্রধানমন্ত্রী শুক্লাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন,
“শুক্লা এই মিশনে ১৪০ কোটিরও বেশি ভারতীয়র আশা, স্বপ্ন ও শুভেচ্ছা সঙ্গে করে নিয়ে গিয়েছেন।”
শুক্লার এই যাত্রা ভারতের জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তারপর এত বছর বাদে শুভাংশু শুক্লার স্পেস স্টেশনে পাড়ি দেওয়া ভারতের মহাকাশ অভিযানে এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।