Dilip Ghosh: মিটে গেল মান-অভিমান দ্বন্দ্ব! আগামীকালের মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?

Dilip Ghosh: আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে কী জানালেন বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ?

Dilip Ghosh: আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে কী জানালেন বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ?

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh

দিলীপ ঘোষ

Dilip Ghosh: আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে 'বিস্ফোরক' বিজেপি নেতা দিলীপ  ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের তিনি বলেন,"আগামীকালের সভার কোনও রকমের আমন্ত্রণ জানানো হয়নি"। 

Advertisment

আরও পড়ুন- আরজি কর কাণ্ডে বোমা ফাটালেন নির্যাতিতার বাবা, তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধেই এবার 'সেটেলমেন্টের' অভিযোগ

তবে কী আবারও মোদীর অনুষ্ঠানে ব্রাত্য দিলীপ ঘোষ? এই প্রশ্নেই উত্তাল রাজ্য-রাজনীতি। বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, "আগামীকাল যাব কিনা ঠিক করিনি। আমন্ত্রণও পাইনি। নাও যেতে পারি। অন্য কাজে চলে যেতে পারি। আমি কোথায় যাবো সেটা আমি ঠিক করিনা। পার্টি ঠিক করে"। পাশাপাশি তিনি বলেন, আগামীকাল তো প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। সেখানে তো আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কি করা যায়। 

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে দিলীপ ঘোষকে সাংগঠনিক কাজে লাগানোর বিষয়ে জোরালো সওয়াল করেছিলেন। তার পরেও কেন ব্রাত্য? এই প্রশ্নে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বলেন, "এটা তো পুরোপুরি পার্টির হাতে। যেরকম বলবে সেরকম করব। আমার তো এই ব্যাপারে কিছু করার নেই"। 

আরও পড়ুন-হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে...! দুর্গাপূজার আগে বাংলাকে বিরাট উপহার প্রধানমন্ত্রী মোদীর

আগামীকালের মোদীর সভায় ফের আমন্ত্রণ না জানানোয় দলের প্রতি 'অভিমান' প্রসঙ্গে প্রাক্তন বিজেপি  সাংসদ বলেন, "আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজে লাগি"। নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ওনারা চাইছেন না সংখ্যালঘু ভোট ভাগ হোক। ভোটের আগে বিরোধীরা বেশি লাফালাফি করুক এটা সরকার চায়না। এটা যেকোনো ভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে। বলা হয় দেশে অমুক জায়গায় গণতন্ত্র নেই। অমুক জায়গায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। এখানে তো একজন বিধায়কের কোনো স্বাধীনতা নেই। তাকে প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুঝে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতি"। 

Dilip Doshi