/indian-express-bangla/media/media_files/2025/08/31/pm-modi-xi-jinpings-bilateral-meet-concludes-after-over-an-hour-2025-08-31-11-07-14.jpg)
আরও কাছাকাছি ভারত-চিন, পাশে রাশিয়াও?
PM Modi Xi Jinping Meet: সাত বছর পর ফের কাছাকাছি ভারত-চিন। এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকালই দু দিনের চিন সফরে চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের প্রেক্ষাপটে আজকের এই বৈঠক ভারত-চিন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
#WATCH | Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Chinese President Xi Jinping in Tianjin, China.
— ANI (@ANI) August 31, 2025
(Source: ANI/DD News) pic.twitter.com/BNRfDkDtCW
প্রায় দশ মাস ফের এদিনের বৈঠকে অংশ নেন মোদী- জিনপিং। এর আগে শেষবার ২০২৪ সালে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের সময় দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত বছর কাজানে আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, যা সম্পর্কের ইতিবাচক দিকনির্দেশ প্রদান করেছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে।”
Sharing my remarks during meeting with President Xi Jinping. https://t.co/pw1OAMBWdc
— Narendra Modi (@narendramodi) August 31, 2025
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উভয় দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত, যা মানবতার কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আমাদের সম্পর্ককে আস্থা, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি এদিনের বৈঠকে বাণিজ্য শুল্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত বিরোধ সহ বিভিন্ন বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
#WATCH | Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Chinese President Xi Jinping in Tianjin, China.
— ANI (@ANI) August 31, 2025
(Source: ANI/DD News) pic.twitter.com/BNRfDkDtCW
মোদীর এই সফরের মাধ্যমে ভারত ও চিনের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও এক বৈঠক করতে চলেছেন। বিভিন্ন দেশের নেতারা এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠক ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রধানমন্ত্রী মোদী বৈঠক শেষে বলেন, "গত বছর কাজানে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা সম্পর্কের ইতিবাচক দিকনির্দেশ প্রদান করেছে। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত সংঘাত অবসানে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হতে চলেছে। আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
দুই নেতার মধ্যে এদিনের বৈঠক ৫০ মিনিটেরও বেশি সময় চলে। বৈঠকে সীমান্ত, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং একে অপরের সঙ্গে হাত মিলিয়ে স্বাগত জানান।