PM Modi Krishnanagar Rally Update: মহাপ্রভু শ্রীচৈতণ্যের (Chaitanya Mahaprabhu) ভূমি কৃষ্ণনগরে (Krishnanagar) দাঁড়িয়ে শনিবার প্রথমেই মোদীর (Modi) মুখে শোনা যায় 'হরে কৃষ্ণ', 'জয় গৌরাঙ্গ মহাপ্রভু'। বাংলায় ভাষণ শুরু করেই ধীরে ধীরে ঝাঁঝ বাড়াতে থাকেন মোদী। একদিকে, রাজ্যের তৃণমূল (TMC) নেতৃত্বাধীন সরকারকে ধুঁয়াধার আক্রমণ যেমন শানালেন, উল্টোদিকে তেমনই আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিপক্ষদের কুপোকাত করতে বড় টার্গেট বেঁধে দিলেন দলকেও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সভা-সমাবেশে ঠিক যে কায়দায় কর্মী-সমর্থকদের 'চার্জ' করেন, ঠিক তেমন কায়দাতেই নমোরও ঝোড়ো ব্যাটিং কৃষ্ণনগরের ময়দানে।
এবার NDA সরকার ৪০০ পার: মোদী
"পশ্চিমবঙ্গে মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে মা-বোনেদের ভোট নিয়ে ওদের বিভ্রান্ত করেছে তৃণমূল। এখন মা, মাটি, মানুষ তৃণমূলের কুশাসনে কাঁদছে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে দিচ্ছে তৃণমূল। সব প্রকল্পকে তৃণমূল দুর্নীতিতে বদলে দেয়। গরিবের রেশন লুঠ করেছে। তৃণমূল বাংলাকে বদনাম করেছে। কেন্দ্রীয় প্রকল্প কারা পাবে তা এখানে ঠিক করে তৃণমূলের তোলাবাজরা।"
এর আগে একাধিক সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার বলতে শোনা গিয়েছে লোকসভার সব আসনেই তাঁর দলকে জয়ী করার আবেদন। রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র শীর্ষ সেনাপতি অমিত শাহ (Amit Shah) বঙ্গ বিজেপিকে লোকসভায় জয়ের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন।
কমপক্ষে ৩৫টি আসনে যাতে দলের প্রার্থীরা জয় পান, সেব্যাপারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) । তবে মোদী এবার অমিত শাহের সেই টার্গেটকেও ছাপিয়ে গিয়ে আরও বড় লক্ষ্য স্থির করে দিলেন বিজেপির বঙ্গ ব্রিগেডকে।
৪২-এ ৪২: মোদী
"এবার NDA সরকার ৪০০ পার! বাংলায় ৪২টির ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে। আমার একটি কথা নিয়ে আপনারা বাড়ি বাড়ি যাবেন। বলবেন মোদী এসেছিলেন, আপনাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে গিয়েছেন।"
মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার গ্যারান্টি: মোদী
"বাংলায় AIIMS তৈরির গ্যারান্টি দিয়েছিলাম। মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার গ্যারান্টি। কল্যাণীতে AIIMS তৈরি হওয়াতেও সমস্যা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ওরা বলছে এর অনুমতি কেন নিলে না?"