PM Narendra Modi in Durgapur Highlights:অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম মেনে পদক্ষেপ চলবে: মোদী

modi rally in WB: তৃণমূলের ২১ জুলাইয়ের সভার আগেই বঙ্গে মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সরগরম ইস্পাতনগরী।

modi rally in WB: তৃণমূলের ২১ জুলাইয়ের সভার আগেই বঙ্গে মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সরগরম ইস্পাতনগরী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
modi rally in WB, pm rally in WB live, Kolkata news, Kolkata news live, Kolkata news today, Today news Kolkata ,Modi in Durgapur,Durgapur rally, projects worth Rs 5000 crore, piped natural gas project, BJP West Bengal, Durgapur news today,দুর্গাপুরে মোদী,বঙ্গ সফরে মোদী

modi rally in WB: দুর্গাপুরের সরকারি সভামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi in Durgapur:'জয় মা কালী, জয় মা দুর্গা' বলে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর। "BJP বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চায়। বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়ের মাটি। পশ্চিমবঙ্গ দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে। বাংলার এই মাটি প্রেরণায় পূর্ণ। এখানকার তৃণমূল সরকার বাংলার উন্নয়নে দেওয়াল হয়ে দাঁডিয়েছে। যেদিন তৃণমূল সরকারের দেওয়াল ভাঙবে , সেদিন থেকেই বাংলা বিকাশের পথে এগোবে। তৃণমূল সরকার গেলেই বাংলায় আসল পরিবর্তন হবে।"

Advertisment

"আজ বাংলার হাসপাতালও মেয়েদর জন্য সুরক্ষিত নয়। চিকিৎসক তরুণীর সঙ্গে অত্যাচার হওয়ার পর কীভাবে তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে সবাই দেখেছে। এরই মধ্যে আরও এক কলেজে একটি মেয়ের সঙ্গে একটি মেয়ের সঙ্গে যা অত্যাচার হল সবাই দেখেছে। এক্ষেত্রেও অপরাধীর সঙ্গে যোগ তৃণমূলের। তৃণমূলের বড় নেতা-মন্ত্রী অপরাধীর বদলে নির্যাতিতাকেই দোষী বলছে। এমন অনেকে তৃণমূলের নির্মততার সাক্ষী। সবাই মিলে বাংলাকে এই নির্মমতা থেকে মুক্তি দিতে হবে।"

দুর্গাপুরের সরকারি সভা থেকে প্রধানমন্ত্রী এদিন বলেন, "ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা। দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র। আজকের প্রকল্পে স্টিল সিটির পরিচয় আরও মজবুত হবে। যুব সমাজের সামনে রোজগারের পথ খুলে যাবে। কলকাতা মেট্রো রেলের দ্রুত বিকাশ হচ্ছে, রাজ্যে রেলওয়ের দ্রুত বিস্তার হচ্ছে। বাংলা থেকে পূর্ব ভারতের ৬ রাজ্য গ্যাসের পাইপ বসানো হচ্ছে।"

Advertisment

গত কয়েক মাস ধরেই রাজ্যে-রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চলছে। তা নিয়ে বিতর্কও বেড়েছে। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তবে প্রধানমন্ত্রী এদিন দুর্গাপুরের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের সাংবিধানিক বিধি অনুযায়ী পদক্ষেপ চলবে।

 

modi rally in WB, pm rally in WB live, Kolkata news, Kolkata news live, Kolkata news today, Today news Kolkata ,Modi in Durgapur,Durgapur rally, projects worth Rs 5000 crore, piped natural gas project, BJP West Bengal, Durgapur news today,দুর্গাপুরে মোদী, বঙ্গ সফরে মোদী
modi rally in WB: দুর্গাপুরে মোদী ও তাঁর প্রয়াত মায়ের ছবি হাতে এক তরুণ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

 

দুর্গাপুরে মোদীর সভার দিনেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দিলীপ ঘোষ। মোদীর সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সেব্যাপারে তাঁর মনে যে খেদ রয়েছে তা এদিন গোপন করেননি দিলীপ। সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, তাঁকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়নি। দলের রাজ্য নেতৃত্ব চায়নি বলেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন- Dilip Ghosh: মোদীর সভায় ডাক পাননি, দিলীপের BJP-ত্যাগ সময়ের অপেক্ষা? 'বড় খবর' শোনালেন শমীক

  • Jul 18, 2025 18:10 IST

    একবার বিজেপিকে সুযোগ দিন: মোদী

    দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী এদিন বলেন, "একবার বিজেপিকে সুযোগ দিন। যারা ঈমানদার, দমদার।  বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। আমাদের দুর্গাপুরের হৃত গৌরব উদ্ধার করতে চাই। এর জন্য দরকার নতুন বিনিয়োগ। যুব সমাজের শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার দরকার। কিন্তু যতদিন তৃণমূল আছে ততদিন হবে না।" 



  • Jul 18, 2025 18:08 IST

    BJP এলে শিল্পে ১ নম্বর বাংলা: মোদী

    প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমি আপনাদের বলছি বাংলার পরিস্থিতি বদলানো সম্ভব। বিজেপি সরকার এখানে আসার পর পশ্চিমবঙ্গ অন্যতম শিল্পোন্নত রাজ্য হয়ে উঠবে। আমার এই বিশ্বাসের কারণ হল এখানকার প্রতিভাবান যুব সমাজ। এখানে নদী আছে সমুদ্র আছে। এটা বহুযুগ ধরে ইমপোর্ট, এক্সপোর্ট কেন্দ্র। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাওয়ার সব সম্ভবনা রয়েছে। কেবল এখানে তৃণমূল সরকার বাংলার বিকাশের পথে অন্তরায়। যেদিন তৃণমূল সরকারের পতন হবে সেদিন থেকে বাংলা নতুন গতিতে দৌড়াবে। তৃণমূল সরকার গেলে তবেই আসল পরিবর্তন হবে। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে।"



  • Jul 18, 2025 18:06 IST

    pm rally in WB live:বাংলা বদল চায়:মোদী

    বাংলা বদল চায়, বিকাশ চায়, পরিবর্তন চায়, উন্নয়ন চায়। বন্ধুরা বাংলার প্রবুদ্ধ লোক জানেন এই যুগ হল নতুন প্রযুক্তির যুগ। বাংলার উদ্যোগেও নতুন প্রযুক্তি চায়। আজ গ্যাসের ক্ষেত্রে, স্টিল প্ল্যান্টে আধুনিকীকরণ হচ্ছে যা কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কারণে হচ্ছে। এর জন্য কেন্দ্র ১০০০ কোটি খরচ করছে যাতে এখানে CNG গাড়ি চলতে পারে, মানুষের পয়সা বাঁচে এবং রোজগারের নতুন দিশা দেখা যায়। 



  • Jul 18, 2025 18:06 IST

    pm rally in WB live:বাংলা ছেড়ে চলে যাচ্ছে যুবকরা:মোদী

    মোদী এদিন বলেন, "পশ্চিমবঙ্গ ভারতের বিকাশের কেন্দ্র ছিল। শিল্প, উদ্যোগ, ব্যবসা মজবুত হয়েছিল। সারা দেশ থেকে লোক এখানে আসতেন রোজগারের জন্য কিন্তু এখন চিত্র বদলে গেছে। আজ পশ্চিমবঙ্গ ছেড়ে যুবকরা চলে যাচ্ছে। ছোটখাট কাজের জন্যও অন্য রাজ্যে যেতে হচ্ছে।" 



  • Jul 18, 2025 18:05 IST

    pm rally in WB live:পশ্চিমবঙ্গের মাটি প্রেরণার মাটি:মোদী

    শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গের মাটি প্রেরণার মাটি। দেশের প্রথম শিল্পমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। দেশের প্রথম শিল্প নীতি দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানচন্দ্র রায়ের মত দূরদর্শী নেতার মাটি। যিনি দুর্গাপুরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। এই মাটি রবি ঠাকুরের মাটি।"  



  • Jul 18, 2025 16:55 IST

    pm rally in WB live:আমাদের শিল্পের ব্যবস্থা করে দিন: শমীক

    'আমাদের শিল্পের ব্যবস্থা করে দিন', প্রধানমন্ত্রীকে আবেদন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তিনি আরও বলেন, "শিল্প ছাড়া বাঁচার পথ  নেই, তিন ফসলি জমি কেড়ে শিল্প করার দরকার নেই। আমাদের নতুন বাংলা চাই। বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়। দাঙ্গা নয় শান্তি চাই।" 



  • Jul 18, 2025 16:14 IST

    pm rally in WB live:দুর্গাপুরে নমো-বরণ!

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সরকারি সভায়। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



  • Jul 18, 2025 16:08 IST

    pm rally in WB live:দুর্গাপুরে সরকারি সভায় প্রধানমন্ত্রী

    দুর্গাপুরে আজ জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেহেরু স্টেডিয়ামের সরকারি মঞ্চের সভায় হাজির নরেন্দ্র মোদী। এই সভামঞ্চ থেকে আজ ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর।



  • Jul 18, 2025 16:00 IST

    pm rally in WB live:ভিনরাজ্য থেকেও মোদীর সভায় লোক আনা হয়েছে: তৃণমূল

    দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় পড়শি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও লোক আনা হয়েছে বলে দাবি তৃণমূলের।



  • Jul 18, 2025 15:58 IST

    pm rally in WB live: তৃণমূলকে উচ্ছেদ করার ডাক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের

    বাংলার 'কলঙ্ক' তৃণমূলকে উচ্ছেদ করার ডাক  বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। তিনি বলেন,  আমরা ভাষা দিয়ে বিভাজনে বিশ্বাসী নই। 



  • Jul 18, 2025 15:55 IST

    pm rally in WB live:পুলিশকে নিরপেক্ষ থাকার বার্তা মিঠুনের

    দুর্গাপুরের সভা তেকে রাজ্যের প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি এদিন বলেন,"২৩-২৪ তারিখ থেকে মাঠে নামব। সবাই মিলে মাঠে নামব। সকলের অভিযোগ শুনব। পশ্চিমবঙ্গে এবার লড়াই হবে। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে।"



  • Jul 18, 2025 15:20 IST

    pm rally in WB live:অন্ডালে নামলেন মোদী

    আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া সভা। অন্ডাল বিমানবন্দরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর সফর ঘিরে সরগরম গোটা ইস্পাতনগরী। প্রধানমন্ত্রীকে সাদরে বরণ করতে তৈরি বঙ্গ BJP।



  • Jul 18, 2025 14:01 IST

    pm rally in WB live:আর কিছুক্ষণেই বঙ্গে মোদী

    বিজেপি ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করেছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে। অপারেশন সিন্দুরের পর বাংলায় এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জনসভা। এবার পরিবর্তন সংকল্প সভা হচ্ছে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই এই জনসভায় হাজির হবে প্রধানমন্ত্রী। সরকারি সভার পরই শুরু হবে দলীয় জনসভা। দুর্গাপুরে এদিন বেশ কিছু সময় টানা বৃষ্টিও হয়েছে। জনসভায় কেমন ভিড় হয় এটাই এখন দেখার।



  • Jul 18, 2025 12:45 IST

    pm rally in WB live:দুর্গাপুরে আসার আগেই তৃণমূলকে তুলোধনা মোদীর

    বেলা গড়ালেই দুর্গাপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সফরে আসার আগেই এক্স পোস্টে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা মোদীর। এক্স পোস্টে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপি'র দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে। ১৮ জুলাই, দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব। যোগদান করুন!"



  • Jul 18, 2025 12:36 IST

    pm rally in WB live:৫ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

    বঙ্গ সফরে এসে শুক্রবার ৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে ১৯৫০ কোটির সিটি গ্যাস প্রকল্প অন্যতম। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হুগলি জেলায় ১৩০ কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন তৈরি, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের দুর্গাপুর কলকাতা সেকশনের কাজ, রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন এবং দুর্গাপুরে FG সিস্টেম সংযোজন, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প অন্যতম।



  • Jul 18, 2025 12:36 IST

    pm rally in WB live:রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো

    রাজ্যবাসীর মঙ্গল কামনায় ভিরিঙ্গি শ্মশান কালীবাড়িতে পুজো দিলেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্যের সঙ্গেই এই মন্দিরে ছিলেন আরও অনেকেই।



  • Jul 18, 2025 12:36 IST

    pm rally in WB live:অণ্ডালে নেমে গাড়িতে নেহেরু স্টেডিয়ামে মোদী

    আজ বেলা ২:৩৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছোবেন তিনি। স্টেডিয়ামের পাশেই বিরাট মঞ্চে মোদীর রাজনৈতিক সভা।



  • Jul 18, 2025 12:16 IST

    pm rally in WB live: মোদীর সভার আমন্ত্রণপত্রে 'ভারত মাতার জয়, জয় মা দুর্গা জয় মা কালী'!

    দুর্গাপুরের বিভিন্ন পাড়ার বাড়িতে বাড়িতে মোদীর জনসভার আমন্ত্রণ জানাতে যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আমন্ত্রণপত্রে লেখা  'ভারত মাতার জয়, জয় মা দুর্গা জয় মা কালী'। রাজনৈতিক মহলের মতে, তাহলে কি এবার বাঙ্গালিয়ানা বোঝাতেই মা কালি, মা দুর্গার শরনাপন্ন বঙ্গ বিজেপি?কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানান মোদীর সভায় হাজির থাকার জন্য।



  • Jul 18, 2025 12:14 IST

    pm rally in WB live: দিলীপ সম্পর্কে কী বললেন শমীক?

    এর আগেও আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। তবে আজ দুর্গাপুরে নমোর প্রকাশ্য জনসভায় তিনি থাকতে পারেন বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ নিজেই। যদিও শেষমেশ তা হয়নি। শুক্রবার সাতসকালে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বঙ্গ BJP-র সম্পর্ক কি একেবারেই তলানিতে ঠেকেছে? এবার তাঁর কি দল ছাড়ার কোনও সম্ভাবনা তৈরি হয়েছে? এই সব প্রশ্নের উত্তর দিলেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: মোদীর সভায় ডাক পাননি, দিলীপের BJP-ত্যাগ সময়ের অপেক্ষা? 'বড় খবর' শোনালেন শমীক



  • Jul 18, 2025 11:32 IST

    pm rally in WB live: মোদীর রোড'শো কে কেন্দ্র করে উচ্ছ্বাস

    সামনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে এদিন প্রায় ১৫ কিমি রোড 'শো করবেন নরেন্দ্র মোদী। অন্ডাল বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত এই রোড শো'র আয়োজন করা হয়েছে। সাধারণত এতটা পথ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাতায়াত করেন। এই রোড শো'কে কেন্দ্র করে বিজেপি শিবিরে তুমুল উন্মাদনা, উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। 



  • Jul 18, 2025 11:29 IST

    pm rally in WB live: রাজ্যে ৫০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস

     পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ২১ জুলাইয়ের আগে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে মোদীর জনসভা। মোদীর সফরকে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। জনসভার পাশাপাশি বাংলার জন্য উপহারের ডালি সাজিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যে তিনি ৫০০০ কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন।  



  • Jul 18, 2025 11:19 IST

    pm rally in WB live:বাড়ি বাড়ি কার্ড বিলি

    আজ দুর্গাপুরে মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি-বাড়ি কার্ড বিলি করেছে বিজেপি। সেই কার্ডে লেখা রয়েছে ভারত মাতার জয়, জয় মা দূর্গা, জয় মা কালী। দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় এই কার্ড বিলি করতে দেখা গিয়েছে সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও।



bjp rally Durgapur modi