Dilip Ghosh: মোদীর সভায় ডাক পাননি, দিলীপের BJP-ত্যাগ সময়ের অপেক্ষা? 'বড় খবর' শোনালেন শমীক

Dilip Ghosh-Samik Bhattacharya: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকছেন না দিলীপ ঘোষ। দলের রাজ্য নেতৃত্বের প্রতি অভিমানের কথাও গোপন করেননি তিনি।

Dilip Ghosh-Samik Bhattacharya: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকছেন না দিলীপ ঘোষ। দলের রাজ্য নেতৃত্বের প্রতি অভিমানের কথাও গোপন করেননি তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh reaction Shamik Bhattacharya Bengal BJP,Dilip Ghosh acceptance of new state president BJP West Bengal,Dilip Ghosh on democratic process BJP WB Shamik Bhattacharya,দিলীপ ঘোষ প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্য্য বিজেপি সভাপতি,দিলীপ ঘোষ দলের গণতন্ত্র মন্তব্য শমীক নিয়োগ,দিলীপ ঘোষ শমীককে চেনার বার্তা,Dilip Ghosh,Samik Bhattacharya,দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য

Shamik Bhattacharya-Dilip Ghosh: শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ।

Samik Bhattacharya-Dilip Ghosh: এর আগেও আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। তবে আজ দুর্গাপুরে নমোর প্রকাশ্য জনসভায় তিনি থাকতে পারেন বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ নিজেই। যদিও শেষমেশ তা হয়নি। শুক্রবার সাতসকালে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বঙ্গ BJP-র সম্পর্ক কি একেবারেই তলানিতে ঠেকেছে? এবার তাঁর কি দল ছাড়ার কোনও সম্ভাবনা তৈরি হয়েছে? এই সব প্রশ্নের উত্তর দিলেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisment

তৃণমূলের ২১ জুলাইয়ের সভার আগে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। ইস্পাতনগরী দুর্গাপুর সরগরম। আজ জনসভার আগে ১৫ কিলোমিটার রোড শো করবেন নমো। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের প্রত্যেকে উপস্থিত দুর্গাপুরে মোদীর সভাস্থলে। তবে দিলীপ ঘোষ কিন্তু এই সভায় উপস্থিত থাকছেন না। দলের তরফে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি, অন্তত শুক্রবার সকালে এমনই বলেছেন দিলীপ ঘোষ নিজে।

শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে দিলীপ ঘোষের অম্লমধুর সম্পর্কের কথা সর্বজনবিদিত। তাঁর সঙ্গে যে দলের দূরত্ব বেড়েছে সেকথা নিজেই জানিয়েছেন দিলীপ। 

Advertisment

আরও পড়ুন- PM Narendra Modi in Durgapur Live update:তৃণমূলের ২১-এর সভার আগেই বঙ্গে মোদী, '২৬-এর ভোটের পারদ আরও চড়াবেন নমো

আজ সকালেও তিনি বলেছেন, "পার্টি ডাকেনি, হয় তো পার্টি চায়ও না যে আমি যাই, অস্বস্তি হবে। সেই জন্য আমি দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।" তবে কি দিলীপ ঘোষের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে? শুক্রবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, 'দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন।'

আরও পড়ুন- Dilip Ghosh:'পার্টি চায়ও না যে আমি যাই', মোদীর সভায় না গিয়ে সাতসকালে কোথায় গেলেন দিলীপ?

bjp dilip ghosh Samik Bhattacharya