Advertisment

PM Narendra Modi: উত্তর ভারতের ঘাটতি সম্ভাবনা মেটাতে বাংলায় নজর! সপ্তম দফাতেও ভরসা নরেন্দ্র মোদীই

PM Narendra Modi in West Bengal: মঙ্গলবার রাজ্যে তিনটে নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যে সপ্তম তথা শেষ দফার প্রচারেও বিজেপির ভরসা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় প্রচারে এসেছেন পদ্মশিবিরের আইকন। এমনকী লোকসভার প্রচার শুরুও করেছিলেন এই রাজ্য থেকেই। আজ,মঙ্গলবার দুটি জনসভা ও উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকালেও রোড শো করবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে।

author-image
Joyprakash Das
New Update
lok sabha election 2024 narendra modi west bengal sandeshkhali ssc scam

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi in West Bengal: ঘূর্ণিঝড় রেমালের জেরে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে সংশয় ছিল। কিন্তু সেই কর্মসূচি অপরিবর্তিত রেখেছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালের রোদ ঝলমলে আকাশ হাসি ফুটিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে। এদিকে রেমাল আবহে সোমবারও কর্মসূচি সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার রাজ্যে তিনটে নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যে সপ্তম তথা শেষ দফার প্রচারেও বিজেপির ভরসা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় প্রচারে এসেছেন পদ্মশিবিরের আইকন। এমনকী লোকসভার প্রচার শুরুও করেছিলেন এই রাজ্য থেকেই। আজ,মঙ্গলবার দুটি জনসভা ও উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকালেও রোড শো করবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে।

এবার রাজ্যের বেশিরভাগ লোকসভা কেন্দ্রেই জনসভা করেছেন নরেন্দ্র মোদী। শেষ দফাতেও তিনি ছুটে আসছেন বাংলায়। এদিন প্রথম জনসভা করবেন দুপুরে বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে, দ্বিতীয়টি যাদবপুর কেন্দ্রের বারুইপুরে ও বিকেলে উত্তর কলকাতায় রোড শো করবেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে রোড শো শুরু করবেন নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দর বাসভবনে রোড শো সমাপ্ত হবে। আগামীকাল সকাল আটটায় রোড শো করবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে ।

এরাজ্যে এবার একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত লোকসভা নির্বাচনে উত্তর ভারতের ১০ হিন্দিভাষী রাজ্য থেকে ২২৫টির মধ্যে ২০৩টি আসনে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাতে ভর করেই তিনশো আসন পার করেছিল পদ্মশিবির। ২০১৯ নির্বাচনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হিমাচল প্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল বিজেপি। এবার ওই সব রাজ্যে গতবারের মতো ফল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক মহল। ফলত দেশের পূর্বের রাজ্যগুলির দিকে আরও বেশি নজর দিয়েছে বিজেপি। অন্য রাজ্যে যদি আসন কমে সেদিকে বাংলা-সহ পূর্বের রাজ্য থেকে ঘাটতি মেটাতে চাইছে বিজেপি।

আরও পড়ুন Mamata attack on BJP : ‘নো গ্যারান্টি’ সব ফোর টোয়েন্টি’, বিজেপিকে ধুইয়ে ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মমতার

বাংলায় ৪২ আসনের মধ্যে গতবারের জয়ী ১৮ ছাড়া আরও কয়েকটি আসন বৃদ্ধি করতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সেই অভিযানে দলের একমাত্র ভরসা নরেন্দ্র মোদী। এরাজ্যের শীর্ষ নেতৃত্বের অধিকাংশই নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাছাড়া বরাবরই দেখা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারেই বঙ্গ বিজেপি চাঙ্গা হয়েছে। সেক্ষেত্রে পদ্মশিবিরের একমাত্র মুখ নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতে, তাই শেষ দফার নির্বাচনেও ৪ আসনে প্রচারে আসছেন মোদী।

bjp West Bengal লোকসভা নির্বাচন ২০২৪ PM Narendra Modi
Advertisment