Advertisment

বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মোদী, কাল সকাল ১১টায় ভাষণ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে বক্তব্য় পেশ করবেন মোদী। এদিন টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, ভার্চুয়াল মাধ্য়মেই মোদী ভাষণ দেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
মোদি, pm modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে বক্তব্য় পেশ করবেন মোদী। এদিন টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, ভার্চুয়াল মাধ্য়মেই মোদী ভাষণ দেবেন।

Advertisment

উল্লেখ্য়, একুশের মহারণের আগে প্রধানমন্ত্রীর মুখে বারবার ফিরে এসেছে বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। লকডাউন পর্বে মোদীর সাদা দাড়ি দেখে অনেকেই বলেছেন, তাঁকে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখাচ্ছিল। অন্য়দিকে, ‘মন কি বাত’-এ খেলনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার কথাও তুলে ধরেছিলেন মোদী।

আরও পড়ুন: বিদ্রোহের আবহে বড়দিনে মোদী-কৃষক কথা

কেন্দ্রের নয়া শিক্ষানীতিও রবীন্দ্র ভাবনায় অনুপ্রাণিত, একথা বলেছিলেন নমো। বারবার মোদীর রবি-স্মরণ দেখে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলায় বিধানসভা ভোটকে পাখির চোখ করেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্ন হয়েছেন মোদী। একুশের নির্বাচনের আগে মোদীর এহেন রবি-স্মরণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মলের একাংশ।

অন্য়দিকে, সম্প্রতি বোলপুরে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরে শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে হোর্ডিং ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আবার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বিশ্বভারতী বলে বঙ্গ বিজেপির টুইট ঘিরেও বিতর্ক হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে মোদীর বক্তব্য় উল্লেখযোগ্য় হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi
Advertisment