Advertisment

Burdwan Murder: যুবককে পিটিয়ে খুন! পুলিশের জালে আক্কেল

Burdwan Murder: ভাইঝির বিয়ে উপলক্ষ্যে রাজ্যে এসে ভয়ঙ্কর পরিণতি! আত্মীয়দের হাতে খুন হলেন যুবক। খুনের ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
police arrest key accused of Burdwan Murder Case

যুবককে পিটিয়ে খুন! পুলিশের জালে আক্কেল Photograph: (ফাইল)

Burdwan Murder: বাচ্চাদের মধ্যে বেঁধেছিল অশান্তি । সেই আশান্তি থামাতে  গিয়ে আত্মীয়দের হাতে খুন হলেন এক  যুবক। নিহতের নাম হাসিবুল শেখ (২৭)। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মৌসা গ্রামে। মৃতের পরিবারের দায়ের  করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই খুনের ঘটনায় জড়িত আক্কেল শেখ ও তাঁর ছেলে সরিফুল শেখকে গ্রেপ্তার করছে। খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত ২ জনকে শনিবার কালনা মহকুমা আদালতে পেশ করে। বিচারক দু’জনকেই ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisment

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসিবুল শেখের পরিবার অত্যন্ত দরিদ্র। তাই পরিবারের অন্ন সংস্থানের জন্য হাসিবুল ভিন রাজ্যে চলে গিয়ে রাজমিস্ত্রীর কাজ করা শুরু করেন। ভাইঝির বিয়ে ঠিক হলে মাসখানেক আগে তিনি কেরল থেকে মন্তেশ্বরের বাড়িতে ফিরে আসেন। কর্মস্থল কেরল  ফিরে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন।কিন্তু সেখানে আর যাওয়া আর তার হল না।  

পরিবারের লোকজন জানিয়েছেন,একটা জায়গা নিয়ে আত্মীয় আক্কেল শেখের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে হাসিবুল শেখের পরিবারের বিবাদ ছিল। মাঝেমধ্যে দুই পরিবারের মধ্যে অশান্তিও হত। মৃত যুবকের বউদি নাসরিন শেখ শনিবার বলেন,আমাদের দুই পরিবারের বাচ্চাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় বিবাদ অশান্তি বাধে। তার জন্য আক্কেল শেখ ও তার ছেলে সরিফুল শেখ এসে আমাদের মারধর করতে শুরু করে দেয়। তা দেখে আমার দেওর হাসিবুল আমাদের বাঁচাতে আসে। তখনই বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে আক্কেল শেখ সহ তার পরিবারে  ১০-১২ জন হাসিবুলের উপর চড়াও হয়। তাদের ব্যাপক মারধর করে জখম হয়ে  হাসিবুল মাটিতে লুটিয়ে পড়ে।তাকে  মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

Advertisment

মৃতর পরিবার সদস্যরা জানিয়েছেন,তাঁরা হাসিবুল শেখকে পিটিয়ে হত্যায় যুক্ত ১১ জনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে দু’জন গ্রেপ্তার হলেও বাকিরা  গা ঢাকা দিয়েছে। পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে। 

burdwan Murder
Advertisment