ইট দিয়ে থেঁতলে দেওয়া হল মাথা, পুলিশ কর্মীকে বেধড়ক মার, হুলস্থূল কাণ্ড জামালপুরে

বাংলায় ফের আক্রান্ত পুলিশ। আবারও ঘটনাস্থল পূর্ব বর্ধমানের জামালপুর। মাত্র নয় দিনের ব্যবধানে জামালপুরের চক্ষণজাদি গ্রামের পর উজিরপর গ্রামে বেপরোয়া হামলা আক্রমণ চললো পুলিশের উপর।

বাংলায় ফের আক্রান্ত পুলিশ। আবারও ঘটনাস্থল পূর্ব বর্ধমানের জামালপুর। মাত্র নয় দিনের ব্যবধানে জামালপুরের চক্ষণজাদি গ্রামের পর উজিরপর গ্রামে বেপরোয়া হামলা আক্রমণ চললো পুলিশের উপর।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
cats

ইট দিয়ে থেঁতলে দেওয়া হল মাথা, পুলিশ কর্মীকে বেধড়ক মার, হুলস্থূল কাণ্ড জামালপুরে

বাংলায় ফের আক্রান্ত পুলিশ। আবারও ঘটনাস্থল পূর্ব বর্ধমানের জামালপুর। মাত্র নয় দিনের ব্যবধানে জামালপুরের চক্ষণজাদি গ্রামের পর উজিরপর গ্রামে বেপরোয়া হামলা আক্রমণ চললো পুলিশের উপর। শুক্রবার রাতে ভারী ইট দিয়ে মাথায় মেরে পুলিশ কনস্টেবল শুভেন্দু গায়েনকে মারাত্মক জখম করার অভিযোগ ওঠে উজিরপুর গ্রামের দুই যুবক সমর বাউরি ও মঙ্গল বাউরি-র উপর। মাথায় চোট পেয়েই পুলিশ কনস্টেবল মাটিতে লুটিয়ে পড়েন জ্ঞান হারান। তাকে উদ্ধার করে সহকর্মীরা প্রথমে নিয়ে যান হুগলীর তারকেশ্বরের একটি হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে  রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে ওই পুলিশ কনস্টেবল কলকাতার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Advertisment

এদিকে ইট দিয়ে মাথায় মেরে পুলিশ কনস্টেবলকে জখম করার ঘটনার খবর পেয়ে রাতেই জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েত এলাকার উজিরপুর গ্রামে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তন্ন তন্ন করে খোঁজ চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই যুবক সমর বাউরি ও মঙ্গল বাউরিকে পাকড়াও করে থানায় নিয়ে আসে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। শনিবার দুই ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। বিচারক দুই ধৃতকে ১০ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,’অন্যান জায়গার মতো উজিরপুর গ্রামেও শুক্রবার রাতে ছিল প্রতিমা নিরঞ্জন। নিরঞ্জন পর্ব যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় তা দেখার জন্য কয়কজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে সেখানে ছিলেন পুলিশ কনস্টেবল শুভেন্দু গায়েন।প্রতিমা নিরঞ্জন শেষ হলে উজিপুর গ্রাম থেকে ফিরে আসছিলেন কনস্টেবল শুভেন্দু গায়েন । অভিযোগ,ওই সময় এলাকার বাসিন্দা সমর বাইরি,মঙ্গল বাউরি এবং আরো একজন মদ্যপ অবস্থায় আচমকাই বাঁশ নিয়ে পুলিশ কনস্টেবল শুভেন্দু গায়েনের উপর চড়াও হয়। দু’হাতে বাঁশের বাড়ি যখন আটকাচ্ছিলেন, কনস্টেবল শুভেন্দু তখনই মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকর ভারি ইট দিয়ে কনস্টেবল  শুভেন্দু গায়েনের মাথায় সজোরে মারে । তাতেই মারাত্মক জখম হয়ে কনস্টেবল শুভেন্দু গায়েন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে পুলিশের দাবি । 

Advertisment

পুলিশের উপর এমন হামলা আক্রমণের ঘটনা এই প্রথম জামালপুরে ঘটলো এমনটা অবশ্য নয়। জামালপুরবাসীর দাবি,মাত্র নয় দিন আগের রাতে বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে পুলিশের উপর  বর্বোরোচিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ওইদিন বেরুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানির নেতৃত্বে তার অনুগত প্রায় শতাধীক ব্যক্তি পুলিশ গাড়ি আটকে পুলিশের উপর চড়াও হয়।মারধোর করে পুলিশ কর্মীদের হত্যার চেষ্টার পাশাপাশি তারা ওই দিন পুলিশ গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ধরপাকড় অভিযানে নামে। বেশ কয়েকজন হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত শেখ শাহাবুদ্দিন ওরফে দানি এখনো পুলিশের নাগালের বাইরেই রয়ে আছ। তা নিয়ে পুলিশকে এখন বিরেধীদের নানা কটাক্ষ হজম করতে হচ্ছে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'শক্তি', কবে, কখন, কোথায় ল্যান্ডফল?

attack police