Arjun Singh: বিরাট খবর অর্জুন সিংকে নিয়ে! কী জানাল কলকাতা হাইকোর্ট?

Arjun Singh: জগদ্দলে গুলি চালনা-কাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের। পুলিশ সেই ঘটনায় অভিযুক্ত করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অর্জুনের।

Arjun Singh: জগদ্দলে গুলি চালনা-কাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের। পুলিশ সেই ঘটনায় অভিযুক্ত করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অর্জুনের।

author-image
IE Bangla Web Desk
New Update
arjun singh, অর্জুন সিং

BJP Leader Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং।

Police cannot take strict action against Arjun Singh till Thursday, orders High Court: ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে বিরুদ্ধে ইফতারি পরোণাচারী করা হয়েছিল। তবে গ্রেফতারি এড়াতে আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। অর্জুনের সেই আর্জিতে শেষমেশ সাড়া দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।

Advertisment

উল্লেখ্য, গত ২৬ মার্চ উত্তর ২৪ পরগনার উত্তর ২৪ পরগনার জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে হঠাৎই গুলি চলে, বোমাবাজি হয় বলেও অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সেই গুলি-বোমা কাণ্ডে অর্জুন সিংয়ের নাম জড়ায়। সেদিনের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন। তৃণমূলের অভিযোগ ছিল, অর্জুন সিং নিজে সেদিন গুলি চালিয়েছিলেন।

জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ ছিল, গুলি চালিয়েছিলেন অর্জুন সিং নিজে। তাঁর আরও দাবি ছিল, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে নাকি অর্জুনকে গুলি চালাতে দেখা গিয়েছিল। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অর্জুন সিং। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ছিল অর্জুনের। 

আরও পড়ুন- Belghoria Shootout: এবার বেলঘরিয়ায় রোমহর্ষক শুটআউট! নৃশংস খুন তৃণমূলকর্মীকে

Advertisment

এদিকে গ্রেফতারি এড়াতে আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। মঙ্গলবার সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে জানিয়েছেন, অর্জুন সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত 'কড়া পদক্ষেপ' করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Arjun Singh bjp highcourt kolkata highcourt news of west bengal news in west bengal Bengali News Today