Belghoria Shootout, tmc worker shot dead: ফের শুটআউট রাজ্যে। এবার বেলঘরিয়ায় এক তৃণমূলকর্মীকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার সকালে ঘটনা জানাজানি হতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলঘরিয়ার ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত তৃণমূল কর্মী রেহান খান প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জেনেছে পুলিশ। ব্যবসা সংক্রান্ত কোনও গোলমালের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে এই খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা দেখছেন তদন্তকারীরা।
ফের গুলি করে এক তৃণমূল কর্মীকে খুন। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগরের এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির সামনেই একটি জায়গায় বসে মদ্যপান করছিলেন তৃণমূলকর্মী রেহান খান। তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন বলে জানা গিয়েছে।
বেশ রাত পর্যন্ত চলে এই মদের আসর। তখনই মদের আসরে সম্ভবত কোনও বচসার জেরে রেহানকে গুলি করে তারই পরিচিতরা। তৃণমূল কর্মী রেহানকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। সেই কারণে গতরাতে স্থানীয়রা গুলির শব্দ পাননি বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন- West Bengal News Live: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত
এদিকে, বিষয়টি প্রকাশ্যে আছে বুধবার সকালে। রাতভর রাস্তাতেই পড়েছিল তৃণমূল কর্মীর দেহ। বুধবার সকালে রেহানকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা রেহান খান নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুুন- Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা, ওপার দেখে এপারেও ভয়', রামনবমীর আবহে সোচ্চার দিলীপ
কে বা কারা রেহানকে খুন করল তা এখনও স্পষ্ট হয়নি। এব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সেই সঙ্গে এলাকাবাসীদেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।