Ramnavami: সামনেই রামনবমী, আগেভাগে বড়সড় পদক্ষেপ পুলিশ বিভাগে

Ramnavami: আগামী ৬ এপ্রিল রামনবমী। রাজ্যজুড়ে এবছর বৃহৎ আকারে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির শাখা সংগঠনগুলোও রামনবমী নিয়ে রীতিমতো তৎপরতা নিয়েছে।

Ramnavami: আগামী ৬ এপ্রিল রামনবমী। রাজ্যজুড়ে এবছর বৃহৎ আকারে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির শাখা সংগঠনগুলোও রামনবমী নিয়ে রীতিমতো তৎপরতা নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
police

প্রতীকী ছবি।

Police personnels leave cancelled ahead of RamNavami: রামনবমীতে (Ramnavami) অশান্তির আশঙ্কা করছে খোদ রাজ্য পুলিশও। এমন আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মহানগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছেন। যে যে জায়গাগুলি থেকে রামনবমীর মিছিল বেরোতে পারে সেই জায়গাগুলি পরিদর্শন করেছেন মনোজ ভার্মা। এই আবহে এবার পুলিশকর্মীদের ছুটি টানা বাতিল হল। জানা গিয়েছে, ২ এপ্রিল অর্থাৎ আজ বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Advertisment

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এবছর রামনবমীর মিছিল আরও বড় আকারে করার তোড়জোড় শুরু করে দিয়েছে BJP। গেরুয়া দলের শাখা সংগঠনগুলো এবার বাংলাজুড়ে বৃহৎ আকারে রামনবমী পালনের উদ্যোগ নিয়েছে। এই রামনবমী পালন ঘিরে অশান্তির কালো মেঘ দানা বেঁধেছে। 

খোদ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারাই রামনবমীতে অশান্তির আশঙ্কা করছেন। তারই জেরে এবার ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, "ওই দিন (রামনবমী) অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:'হিন্দুদের উৎসবে দুর্ঘটনার ভয় কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদের দেখুন', পুলিশকে বার্তা দিলীপের

এদিকে রামনবমীতে পুলিশের ছুটি বাতিল নিয়ে রাজ্য প্রশাসনকেই তুলোধনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন, "হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃংখল। নিজেদের মতো উৎসব পালন করে। লক্ষ লক্ষ দূর্গা পূজা হয়। দুর্ঘটনা হয় না তো! জোর করে টেনশন তৈরি চেষ্টা চলছে।"

police Bengal Police Bengali News Today Ramnavami news in west bengal news of west bengal