West Bengal News Highlights: 'রামনবমীতে জয় শ্রী রামের গুঁজ, তাকত দেখাবে হিন্দু', বললেন শুভেন্দু

West Bengal News Update 2 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 2 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Update: শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের। উল্লেখ্য মোথাবাড়ি ঘটনার প্রতিবাদে ১লা এপ্রিল কাঁথিতে শুভেন্দুর মিছিলে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করে বঙ্গ বিজেপি।  প্রশাসনের তরফে পরিবর্তিত তারিখ ৩রা এপ্রিল দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়। গতকাল হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সময়ের পরিবর্তন করে মিছিলের অনুমতি দিলেন। আগামীকালের মিছিলে বাড়তি একঘন্টা সময় বরাদ্দ করেছে কলকাতা হাইকোর্ট। 

Advertisment

'কেউ বাড়িতে থাকবেন না', রাম নবমীতে দেড় কোটি  হিন্দুকে রাস্তায় নামার ডাক শুভেন্দুর। এর আগে এক কোটি হিন্দু রামনবমীর মিছিলে অংশ নেবেন বলে উল্লেখ করেছিলেন বিরোধী দলনেতা। এবার দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক। বিজেপি যুব মোর্চার কর্মসূচীতে শুভেন্দু অধিকারী। মুরলীধরসেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল। এবার শুক্রবার দিল্লির বঙ্গ ভবনের সামনে প্রতিবাদের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন জাতীয় মহিলা কমিশনেও যাওয়ার কথা রয়েছে বিজেপির প্রতিনিধি দলের।

থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেই সম্মেলনে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে চান ইউনূস। ঢাকা ইতিমধ্যেই সরকারিভাবে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছে দিল্লিকে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে লেখা হয়েছে, সরকারিভাবে মোদী-ইউনূস বৈঠকের ব্যাপারে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। যদিও ভারতের তরফে এখনও বাংলাদেশের এই আবেদনের ব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি। থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। 

অবশেষ পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বণিক বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বনিক গ্রেফতার। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। তবে চন্দ্রকান্তের ভাই তুষার বণিক এখনও পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। সোমবার রাতে ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ধৃত চন্দ্রকান্ত বণিকদের বাড়িতেই ছিল সেই বাজি কারখানা। সাংঘাতিক বিস্ফোরণে চার শিশুসহ পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। সাংঘাতিক বিস্ফোরণ প্রাণ কেড়েছে এক বছরেরও কম বয়সী দুই শিশুর।

  • Apr 02, 2025 15:41 IST

    West Bengal News Live:লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হরিনাম সংকীর্তন

    তিনদিন ব্যাপী হরিনাম সংকীর্তন। গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে এই অনুষ্ঠান করেছেন। হুগলির গোঘাটের এই ঘটনা এখন দারুণ চর্চায়। এলাকার অন্য বাসিন্দারাও এমন নজিরবিহীন উদ্যোগের প্রশংসা করেছেন। গোঘাট-২ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের জোতনগর গ্রাম। এই গ্রামেরই ৬৫ জন মহিলা নিজেদের সঞ্চিত লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের  টাকা দিয়ে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামে। এর জন্য ওই ৬৫ জন মহিলা তাঁদের একমাসের লক্ষীর ভাণ্ডারের টাকা দান করেন। 

    বিস্তারিত পড়ুন- Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হরিনাম সংকীর্তন, নয়া নজির বাংলার এপ্রান্তে



  • Apr 02, 2025 14:31 IST

    West Bengal News Live:AC-চালাতেই ফোঁস-ফোঁস শব্দ!

    শোওয়ার ঘরের AC-র মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোণায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরেই খবর যায় সর্প বিষারদ নিতাই হালদারের কাছে। পুরাতন মালদহ থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প বিশারদ নিতাই হালদার।

    বিস্তারিত পড়ুন- AC-চালাতেই ফোঁস-ফোঁস শব্দ! এমন দৃশ্য যে দেখবেন স্বপ্নেও ভাবেননি এঁরা...



  • Advertisment
  • Apr 02, 2025 13:52 IST

    West Bengal News Live:কলকাতা পুরসভায় সাপের উৎপাত!

    কলকাতা পুরসভায় তুমুল আতঙ্ক। ফের সাপের দেখা মিলেছে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার সদর দফতরে তোলপাড় কাণ্ড পড়ে যায়। তড়িঘড়ি পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগ বন্ধ করে দিয়ে কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পাঠানো হয় বনদফতরে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই সাপের খোঁজ মেলেনি। 

    বিস্তারিত পড়ুন-KMC: কলকাতা পুরসভায় সাপের উৎপাত! আতঙ্কে চেয়ার ছেড়ে বাইরে কর্মীরা



  • Apr 02, 2025 13:10 IST

    West Bengal News Live:বিরাট খবর অর্জুন সিংকে নিয়ে!

    ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে বিরুদ্ধে ইফতারি পরোণাচারী করা হয়েছিল। তবে গ্রেফতারি এড়াতে আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। অর্জুনের সেই আর্জিতে শেষমেশ সাড়া দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।

    বিস্তারিত পড়ুন- Arjun Singh: বিরাট খবর অর্জুন সিংকে নিয়ে! কী জানাল কলকাতা হাইকোর্ট?



  • Apr 02, 2025 12:53 IST

    West Bengal News Live:অভিনব কায়দায় চুরি, মূল পাণ্ডা গ্রেফতার

    অভিনব কায়দায় চুরির মূল পাণ্ডাকে এবার ধরল পুলিশ। সল্টলেকের সুকান্ত নগরের ঘটনা। ওই এলাকায় মূলত পেয়িং গেস্টদেরই টার্গেট করা হতো। সকালে ধৃত অভিযুক্ত যুবক হাতে একটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো। কারণ ওই সময়ে কেউ প্রাতঃভ্রমণে বেরোতো বা কেউ বা বাজারে। আর সেই সুযোগে কোনও বাড়ির ফাঁকা ঘরে ঢুকে গিয়ে মোবাইল, ল্যাপটপ চুরি করে পালিয়ে যেত। গত ১৫ তারিখে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত দিলসাত শাকে গ্রেফতার করে। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। 



  • Apr 02, 2025 12:50 IST

    West Bengal News Live:দম্পতির রহস্যমৃত্যু

    আবারও কলকাতা শহরে রহস্যমৃত্যু দম্পতির। বুধবার সকালে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকায় একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মৃত দম্পতির মেয়ে তাঁর মা-বাবার মৃত্যুর পেছনে তাঁরই ভাই এবং ভাইয়ের বউয়ের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে বৃদ্ধ দম্পতির ছেলে-বউমার খোঁজ নেই। 

    বিস্তারিত পড়ুন- Kolkata News: ফের কলকাতা শহরে দম্পতির রহস্যে ভরা মৃত্যু, ধন্দে পুলিশও



  • Apr 02, 2025 11:23 IST

    West Bengal News Live:নিজের বাড়িও ভাঙতে রাজি তৃণমূলের পুরপ্রধান

    ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) দাবি দীর্ঘদিনের। রাজ্যের অভিযোগ, অত্যন্ত প্রয়োজনীয় এই ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে কেন্দ্র সহযোগিতা করছে না। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকারই। ঘাটালে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা শুরু হতেই এবার বিরাট সিদ্ধান্তের কথা জানালেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা।

    বিস্তারিত পড়ুন- Ghatal Mastar plan:ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ শুরু, নিজের বাড়িও ভাঙতে রাজি তৃণমূলের পুরপ্রধান



  • Apr 02, 2025 10:08 IST

    West Bengal News Live:সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা

    বুধবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে এভিরা মোড়ে দুর্ঘটনার কবলে পড়লো চারটি গাড়ি। সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এরপর একের পর এক গাড়িতে ধাক্কা। চারটি গাড়ির পরপর ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো। গাড়ির চালক সহ গাড়ির যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 



  • Apr 02, 2025 10:06 IST

    West Bengal News Live: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

    কুলতলিতে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা। নাবালিকার অভিযোগ চার বছর আগে তার বাবা মারা গেলে তার মা আবার বিয়ে করে। মার বিয়ের পর থেকে সৎ বাবার কাছেই থাকতো এই নাবালিকা,নাবালিকার অভিযোগ তাকে একা পেয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছে তার সৎ বাবা, ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মারার হুমকিও দিত সৎ বাবা শম্ভু দাস।গতকাল ঘটনা জানতে পেরে নাবালিকার মা কুলতলী থানার দ্বারস্থ হয়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে সৎ বাবাকে পুলিশ গ্রেফতার করেছে।



  • Apr 02, 2025 09:55 IST

    West Bengal News Live: বড়সড় সিদ্ধান্ত পুলিশ বিভাগে

    রামনবমীতে (Ramnavami) অশান্তির আশঙ্কা করছে খোদ রাজ্য পুলিশও। এমন আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মহানগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছেন। যে যে জায়গাগুলি থেকে রামনবমীর মিছিল বেরোতে পারে সেই জায়গাগুলি পরিদর্শন করেছেন মনোজ ভার্মা। এই আবহে এবার পুলিশকর্মীদের ছুটি টানা বাতিল হল। জানা গিয়েছে, ২ এপ্রিল অর্থাৎ আজ বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Ramnavami: সামনেই রামনবমী, আগেভাগে বড়সড় পদক্ষেপ পুলিশ বিভাগে



  • Apr 02, 2025 09:05 IST

    West Bengal News Live: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। এবার টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তারই জেরে অস্বস্তিকর গরমের হাত থেকে মুক্তি মিলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কবে থেকে? তালিকায় কোন কোন জেলায়?



dilip ghosh Ramnavami news of west bengal news in west bengal Bengali News Today CM Mamata banerjee Suvendu Adhikary Suvendu Adhikari