Footpath Eviction Drive: সরকারি জমি দখল থেকে পুরসভার কাজ না করার ব্যাপারে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দেগেছেন দলের নেতা থেকে পুলিশ প্রশাসনের প্রতি। পাশাপাশি কড়া পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই কলকাতা, সল্টলেক সহ রাজ্যের নানা পুরসভা এলাকায় বেআইনি উচ্ছেদ শুরু করেছে পুলিশ।
এই উচ্ছেদ নিয়ে সরব হয়েছে বাংলা পক্ষ। বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, "কলকাতা, সল্টলেক সহ বাংলার নানা জায়গায় পুলিস হকার উচ্ছেদ অভিযানে নেমেছে, কিন্তু তারা কাদের উচ্ছেদ করছে? সল্টলেক ও গড়িয়াহাটে ৪০-৪৫ বছরের পুরানো বাঙালি হকারকে উচ্ছেদ করা হয়েছে। বিভিন্ন প্রান্তে বাঙালি তথা ভূমিপুত্র হকারদের উপর আক্রমণ নামছে।"
আরও পড়ুন : < Vegetable Price Hike: আমজনতার পাতে ‘ভয়ের ভোজ’! অগ্নিমূল্য বাজার, দামের ছ্যাঁকায় পকেট পুড়ে ছাই! >
মুখ্যমন্ত্রী বলেছিলেন, "বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে। বাইরের রাজ্যের লোকজন জমি দখল করছে। টাকা দিয়ে বেআইনি ভাবে সরকারি জমি কিনে নিচ্ছে। বাংলাকে আরও ৫ রাজ্যকে খাওয়াতে হচ্ছে।" এনিয়ে বাংলা পক্ষের বক্তব্য, "নিউ মার্কেট, বড় বাজার, খিদিরপুর, রাজাবাজার, শিলিগুড়ি, সল্টলেক, আসানসোল, খড়গপুর, হাওড়া, ব্যারাকপুরে যাঁরা বাংলার আইডেন্টেটি নষ্ট করছে। বাইরের রাজ্য থেকে এসে যারা বাংলার ফুটপাথ ও সরকারি জমি দখল করছে। তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হচ্ছে না। পরিকল্পিত ভাবে বাঙালি তথা ভূমিপুত্রদের উচ্ছেদ করছে স্বার্থান্বেষী কিছু আমলা, পুলিস এবং রাজনৈতিক নেতা-নেত্রীরা"৷
এই আঘাত বাঙালি তথা ভূমিপুত্ররা মেনে নেবে না বলে হুঙ্কার ছেড়েছে বাংলা পক্ষ। বেছে বেছে বাঙালি হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে এই বাঙালি সংগঠন।