scorecardresearch

পদ্মে পা বাড়াচ্ছেন তৃণমূলের এই দাপুটে বিধায়ক? পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে

শনিবার সকালে তৃণমূল বিধায়কের দলবদল সম্ভাবনার কথা তুলে ধরে এমন বেশ কিছু পোস্টার চোখে পড়েছে।

postering at chinsurah against tmc mla asit majumdar
তৃণমূল বিধায়কের নামে পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে।

বিধায়ক দল ছাড়ছেন? চুঁচুড়ায় হুলস্থূল-কাণ্ড। চুঁচুড়ার বিভিন্ন এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়কের নামে পোস্টার পড়েছে। বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার লাগিয়েছে বলে দাবি। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে যেন কোনওমতেই বিজেপিতে নেওয়া না হয়, সেব্যাপারেই দলের উচ্চ নেতৃত্বকে সতর্ক করে এই পোস্টার। যদিও অসিত মজুমদার নিজে অবশ্য বিষয়টিকে বিজেপির চক্রান্ত্র হিসেবেই দেখছেন।

হুগলির চুঁচুড়ার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা বিধায়ক অসিত মজুমদার। বিরোধীদের… বিশেষ করে বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে প্রায়শই তাঁর কথায় বিতর্ক তৈরি হয়। এমনকী জেলায় বিজেপির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে এর আগে একাধিকবার নানাভাবে সুর চড়াতে দেখা গিয়েছে অসিত মজুমদারকে। দলনেত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় বিজেপির প্রচার মিছিলে থাকা কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে অসিত মজুমদারকে।বিভিন্ন সময় তাঁর নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

চুঁচুড়ায় বিজেপি কার্যালয়ের গেটে লাগানো পোস্টার।

আরও পড়ুন- ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, এবার তৃণমূল সাংসদের বাড়িতেও ডেঙ্গুর থাবা

এহেন অসিত মজুমদারই এবার বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়াল চুঁচুড়া শহরে। চুঁচুড়ায় বিজেপি কার্যালয়ের গেটেও বেশ কিছু পোস্টার লাগানো হয়। এছাড়াও স্টেশন চত্বরের কয়েকটি এলাকাতেও একই ধরনের পোস্টার দেখা যায়। সেই পোস্টারেই অসিতের বিজেপি যোগের সম্ভাবনার কথা লেখা হয়েছে। তবে তাঁর বিজেপি-যোগের সম্ভাবনার কথা তুলে ধরে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, ”হুঁশিয়ার। অত্যাচারী অহঙ্কারী চুঁচুড়ার তৃণমূলের বিধায়ককে বিজেপিতে নেওয়া চলবে না।” আমরা বিজেপির সৈনিক-এর তরফে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে এমন পোস্টার লাগানোর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে মনে করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর কথায়, ”বিজেপি পাগল-ছাগলের দল। নিজেদের পার্টি অফিসেই পোস্টার লাগিয়েছে। ওরা পাগল হয়ে গেছে।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Postering at chinsurah against tmc mla asit majumdar