Ram Mandir Ayodhya Second Pran Pratistha : 'রাজবেশে' ভগবান শ্রীরাম! আলো ঝলমলে অযোধ্যার 'রামমন্দির', দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠায় বিরাট চমক

Ram Mandir Ayodhya Second Pran Pratistha : এবারের 'প্রাণ প্রতিষ্ঠা' হতে চলেছে প্রথমবারের থেকে একেবারেই আলাদা। মন্দির প্রাঙ্গন ভিআইপি-র উপস্থিতি তেমন নেই, ফলে শহরে পরিবেশ বেশ শান্ত এবং শহর জুড়ে নেই ট্রাফিকের কোন কড়াকড়ি।

Ram Mandir Ayodhya Second Pran Pratistha : এবারের 'প্রাণ প্রতিষ্ঠা' হতে চলেছে প্রথমবারের থেকে একেবারেই আলাদা। মন্দির প্রাঙ্গন ভিআইপি-র উপস্থিতি তেমন নেই, ফলে শহরে পরিবেশ বেশ শান্ত এবং শহর জুড়ে নেই ট্রাফিকের কোন কড়াকড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
Second Pran Pratistha in Ayodhya today

অযোধ্যায় আজ দ্বিতীয়বার ‘প্রাণ প্রতিষ্ঠা’, প্রথমবারের থেকে কতটা আলাদা আজকের অনুষ্ঠান?

Ram Mandir Ayodhya Second Pran Pratistha : তিথি মেনে আজ সকালে অযোধ্যার রাম মন্দিরে অনুষ্ঠিত হল দ্বিতীয় দফার 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান। সকাল ১১টা ২৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে সম্পন্ন হয় রাম দরবারে উপস্থিত আট দেব-দেবীর অভিষেক অনুষ্ঠান। বিশেষ যজ্ঞ ও বেদমন্ত্রোচ্চারণের মাধ্যমে মূর্তিগুলিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।

Advertisment

“নেই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, পরিকল্পনা অভাবেই মৃত্যু মিছিল” 

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রথমবার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গর্ভগৃহে স্থাপন করা হয়েছিল শিশু রামের মূর্তি। কিন্তু এবারে প্রথম তলায় মাকরানা মার্বেল দিয়ে নির্মিত 'রাজা রাম' রূপে পূর্ণবয়স্ক রামের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এই রাম দরবারে শুধু রাম ও সীতাই নন, হনুমানজি, সূর্য দেব, দেবী দুর্গা, অন্নপূর্ণা দেবী, সপ্ত ঋষি-সহ আরও একাধিক দেব-দেবীর মূর্তিরও আজ অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। সারা দেশ থেকে আসা ১০১ জন আচার্যের উপস্থিতিতে সকাল থেকে একযোগে চলেছে হোম, যজ্ঞ ও বেদপাঠ। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আরও একবার সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

আজ, অযোধ্যার রাম মন্দিরে দ্বিতীয়বারের অনুষ্ঠিত হল ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। গত বছরের জানুয়ারিতে ভগবান রামলালার মূল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর এবার মন্দিরের প্রথম তলায় নির্মিত সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি ‘রাম দরবার’-এর 'প্রাণ প্রতিষ্ঠা'।এই দরবারে রাজরূপে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও হনুমান রয়েছেন। রামলালার পাশাপাশি আরও সাতটি মন্দিরে মূর্তি স্থাপন করা হয় দ্বিতীয় দফার ‘প্রাণ প্রতিষ্ঠায়’।

Advertisment

এবারের 'প্রাণ প্রতিষ্ঠা' হতে চলেছে প্রথমবারের থেকে একেবারেই আলাদা। মন্দির প্রাঙ্গন ভিআইপি-র উপস্থিতি তেমন নেই, ফলে শহরে পরিবেশ বেশ শান্ত এবং শহর জুড়ে নেই ট্রাফিকের কোন কড়াকড়ি।সারা দেশ থেকে আগত ১০১ জন আচার্য আজকের প্রাণ প্রতিষ্ঠার পুজোয় অংশ নিয়ছেন।যাঁদের মধ্যে কাশী, অযোধ্যা, দিল্লি, হরিদ্বার, কলকাতা, জম্মু, দেবপ্রয়াগের আচার্যরা রয়েছেন। আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে দুপুর ১:৩০ পর্যন্ত। এই সময়ে বিশেষ হোম, আরতির আয়োজন করা হয়। 

চুপিসারে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতি:

আজই যোগী আদিত্যনাথের জন্মদিন (৫৩তম), তিনি এই অনুষ্ঠানে শুরু থেকেই হাজির ছিলেন। রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে, এবার শুধুই ধর্মীয় আচার পালন হচ্ছে, কোনও জনসমাগম বা রাজনৈতিক নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। মন্দির সূত্রে জানানো হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ৩ জুন থেকে প্রতিদিন সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলেছে মন্দিরের নিত্য পূজো। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে রাম মন্দির। প্রথম প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভগবান রামের শিশু রূপ প্রতিষ্টা করা হলেও, এবার ভগবান রামকে রাজবেশে প্রতিষ্টা করা হয়। এবার অভিষেক অনুষ্ঠানের শুভ সময় নির্ধারণ করেছেন অযোধ্যার বিখ্যাত আচার্য পণ্ডিত প্রদীপ শর্মা, আচার্য রাকেশ তিওয়ারি এবং আচার্য রঘুনাথ দাস শাস্ত্রী।

Ram Mandir