President At Kalyani Aiims: কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে হাজির রাষ্ট্রপতি, চিকিৎসক সমাজকে বিশেষ বার্তা

President At Kalyani Aiims:চিকিৎসকদের অনুপ্রাণিত করতে রাষ্ট্রপতি স্মরণ করেন প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের নাম। তাঁর কথা উল্লেখ করে বলেন, “ডা. রায় চিকিৎসা জগতের পথিকৃৎ ছিলেন। তাঁর স্মরণেই পালিত হয় ‘ডক্টরস ডে’। ভারতরত্নে ভূষিত হয়েছেন তিনি।”

President At Kalyani Aiims:চিকিৎসকদের অনুপ্রাণিত করতে রাষ্ট্রপতি স্মরণ করেন প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের নাম। তাঁর কথা উল্লেখ করে বলেন, “ডা. রায় চিকিৎসা জগতের পথিকৃৎ ছিলেন। তাঁর স্মরণেই পালিত হয় ‘ডক্টরস ডে’। ভারতরত্নে ভূষিত হয়েছেন তিনি।”

author-image
Mousumi Das Patra
New Update
IMG-20250730-WA0009

কল্যানী Aiims এ রাষ্ট্রপতি

Kalyani Aiims: বুধবার কল্যাণী এইমস-এ প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিকিৎসকদের উৎসাহিত করলেন। একইসঙ্গে রোগমুক্ত জীবন ধারণ করতে চিকিৎসকদের আরও বেশি সচেষ্ট হয়ে এ নিয়ে আলোকপাত করতে বলেন। এদিন দুপুরে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। 

Advertisment

বুধবার বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমেই তিনি কল্যাণীর এইমসে আসেন। সেখানে হওয়া প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেন। এদিন রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এইমস চত্বর। বর্তমানে রোগের চিকিৎসার থেকেও বড় বিষয় খাদ্যভাস ও জীবনধারন গুরুত্বপূর্ণ। এ নিয়ে বলতে গিয়ে চিকিৎসকদের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

তিনি বলেন, যদি রোগীদের এ নিয়ে সতর্ক করা যায় তাহলে ডায়েবিটিসের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এটার প্রতি নজর দেন তাহলে মানুষ আরও বেশি দিন বাঁচতে পারবে। আর যদি আপনারা এ ধরনের লাইফ স্টাইল মানতে পারেন তাহলে আরও বেশি ফলপ্রদ হবে।' চিকিৎসকদের উৎসাহিত করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের উদাহরণ আনেন। এ নিয়ে তিনি বলেন,বিধান চন্দ্র রায় বড় চিকিৎসক ছিলেন। তার কাজের জন্য ভারতরত্ন পুরস্কার পান। তাকে শ্রদ্ধা জানিয়ে ডক্টরস ডেও পালন করা হয়।'

Advertisment

পরে চিকিৎসকদের উদ্দেশ্যে এইমসের গরিমার বজায় রাখতে তিনি বলেন। এদিন ৪৮ জনকে এমবিবিএস ডিগ্রি ও ৯ জনকে পোস্ট ডক্টর অল সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুন: '২ কোটি দূর, বাংলা থেকে ২টো নাম বাদ দিয়ে দেখাক', কমিশনকে টেনে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

President kalyani AIIMS