Abhishek Banerjee: '২ কোটি দূর, বাংলা থেকে ২টো নাম বাদ দিয়ে দেখাক', কমিশনকে টেনে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee On SIR: ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) মাঝেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঢেউ। এর মাঝেই আজ সংসদের বাইরে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Abhishek Banerjee On SIR: ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) মাঝেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঢেউ। এর মাঝেই আজ সংসদের বাইরে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek-banerjee-global-anti-terror-delegation

'২ কোটি দূর, বাংলা থেকে ২টো নাম বাদ দিয়ে দেখাক', কমিশনকে টেনে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee On SIR: ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) মাঝেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঢেউ। এর মাঝেই আজ সংসদের বাইরে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করে বলেন, "বিজেপির নির্দেশে ভোটাধিকার কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন”

Advertisment

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, "বিহারে মানুষ ভোট দিতে পারছেন না, অথচ কুকুর ও ট্র্যাক্টরের নামে সরকারের তরফে ইস্যু করা হচ্ছে রেসিডেনশিয়াল সার্টিফিকেট। SIR আসলে Silent Invisible Rigging — বিজেপির সুবিধার্থে এই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।”

'জয় শ্রীরাম বলতে বলে, না বলায় ২৫ হাজার টাকা চায়', দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদার পরিবারের

Advertisment

তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়াই আসল উদ্দেশ্য। আদালতে মামলাও চলছে। আগস্টে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

বাংলাতেও বিহারের মতই SIR জারি করতে চাইছে কমিশন। এই নিয়ে কমিশনকে নিশানা করে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ বলেন, “বিজেপি বাংলায়ও এই SIR চালাতে চাইছে। আমরা তা হতে দেব না। প্রয়োজনে দিল্লিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। ২০২৬-এর বিধানসভা ভোটে আমরা আগের সব রেকর্ড ভাঙব। বাংলায় চেষ্টা করলে তারা বুঝবে আমাদের জবাব কী হবে।”

অপারেশন সিঁদুর নিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনিই যুদ্ধ বন্ধ করিয়েছেন। তাহলে কি ভারতের প্রধানমন্ত্রীকে এখন আমেরিকার প্রেসিডেন্ট চালাচ্ছেন? আগে মোদি বলতেন মনমোহন সিং রিমোট কন্ট্রোলে চলে। এখন তো রিমোট রয়েছে ওয়াশিংটনে!”

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষিদের হেনস্থা এবং তাদের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাকের অভিযোগে তিনি কটাক্ষ করে বলেন—“বাঙালিকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। অথচ, কুকুরের বাবার নাম ‘কুত্তা বাবু’, মায়ের নাম ‘কুত্তিয়া দেবী’ লেখা শংসাপত্র ইস্যু হচ্ছে।”

বাংলার ভোটার তালিকা থেকে ২ কোটি নাম বাদ দিতে চাইছে বিজেপি এমনই অভিযোগে তৃণমূল সাংসদ বলেন, “SIR এখনও শুরু হয়নি, অথচ বিজেপির নেতারা বলছে বাংলায় ২ কোটির নাম বাদ যাবে। নির্বাচন কমিশন একটা শব্দও বলছে না। যদি সাহস থাকে, অন্তত দু’জনের নাম বাদ দিক, তারপর আমরা বুঝিয়ে দেব।”

‘Dog Babu’-র পরে এবার ট্র্যাক্টরের নামে সার্টিফিকেট ইস্যু, বিজেপি-কমিশনকে তুলধোনা TMC-এর

সীমান্ত অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-কে নিশানা করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, “CBI বা ED কোনও বিএসএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদও করেনি। গরু পাচার আর কয়লা কাণ্ডে একটিও বিএসএফ বা CISF অফিসার ধরা পড়েনি।”

abhishek banerjee