/indian-express-bangla/media/media_files/2025/08/30/vladimir-putin-india-visit-2025-2025-08-30-11-33-52.jpg)
ট্রাম্পের শুল্ক আরোপের মাঝেই মোদীর পাশে পুতিন
Vladimir Putin India visit 2025: রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বোমার মাঝেই আরও কাছে ভারত-রাশিয়া। ফের এক নতুন অধ্যায়ের সূচনা? এই নিয়েই চলছে জোর জল্পনা।
দীর্ঘ চার বছর পর ডিসেম্বরে নয়াদিল্লি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে শুক্রবার এই ঘোষণা করা হয়েছে।শেষবার তিনি ২০২১ সালের ৬ ডিসেম্বর ভারতে এসেছিলেন। এবার রুশ প্রেসিডেন্টের এই সফর ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
ক্রেমলিনের এক সিনিয়র কূটনৈতিক কর্মকর্তা ইউরি উশাকভ জানিয়েছেন, আগামী সপ্তাহে চিনে আয়োজিত (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। সেই বৈঠকেই ডিসেম্বরের ভারত সফর নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি আরও বলেন, চলতি বছর ভারত-রাশিয়ার কূটনৈতিক অংশীদারিত্বের ১৫তম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্কে আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হবে এই বৈঠকে।
পুতিনের ভারত সফরের এই ঘোষণা এমন এক সময়ে সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা উড়িয়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ভারত বারবার জানিয়েছে, জ্বালানি ক্রয় জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতির ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও গত মাসে পুতিনের ভারত সফরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি রাশিয়া সফরের পর জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও বিশেষ। তাঁর মতে, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এই সফরে নতুন মাত্রা পাবে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ করেছেন, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তার বড় অংশ খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে। ট্রাম্প আরও বলেন, “ইউক্রেন যুদ্ধের কারণে কত মানুষ প্রাণ হারাচ্ছে, তা নিয়ে ভারতের মাথাব্যথা নেই।” এই প্রেক্ষাপটে পুতিনের সফর কূটনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
চলতি মাসের শুরুতে পুতিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মোদী ফের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন-'বাংলায় কথা বললেই বাংলাদেশি?' কেন্দ্রের ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট
এর আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভও নিশ্চিত করেছিলেন যে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে পুতিনের প্রথম ভারত সফর। ২০২১ সালের পর প্রায় চার বছর বাদে নয়াদিল্লি সফরে আসছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং বিশ্ব কূটনীতির মঞ্চে ভারতের অবস্থানও আরও দৃঢ় করবে। প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি খাতে ভারত-রাশিয়া সহযোগিতা আগামী দিনে নতুন দিক পেতে চলেছে।