/indian-express-bangla/media/media_files/2024/11/07/MKLVemBAE6Oexa1EsiYT.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
Bengali-speaking migrant workers:গত কয়েক মাসে ভিনরাজ্যে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া, অত্যাচার করা, মারধর করার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য হেনস্থা, অত্যাচারের মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে বারবার।
এবার বাংলাভাষী এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার। "শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে সরকার কাউকে বাংলাদেশী বলে ধরে নিতে পারে?" প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া চেয়েছে সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য বীরভূমের এক অন্তঃসত্ত্বা সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সেই মামলাটিতে কেন্দ্রীয় সরকার সহ অন্যদেরও পক্ষ করা হয়েছিল। যদিও মামলাটি কলকাতা হাইকোর্টকে শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রের সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র একটি ভাষা দিয়ে কাউকে বিদেশি বলে অনুমান করে নেওয়া হচ্ছে। দেশের নিরাপত্তার দিকে নজর দিতেই হবে। তবে এটাও মনে রাখতে হবে আমাদের দেশ বহু ভাষাভাষীর। তাই আমরা আবেদন করছি এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করা হোক।"
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সংগঠনের আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে তাঁর সওয়ালে বলেন, "পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা বাংলা। কিন্তু শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। এক্ষেত্রে কোনও নিয়ম-কানুন মানা হচ্ছে না, উল্টে আন্তর্জাতিক আইন ভাঙা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে কেউ বাংলায় কথা বললেই সে বাংলাদেশী। অনেক সময় BSF কাউকে সন্দেহ করে ধরছে এবং বলছে দৌড়ে পালাও না হলেই গুলি করব।"
যদিও এমন গুরুতর অভিযোগ সামনে এলে সঙ্গে সঙ্গে বিষয়টি আদালতের গোচরে আনতে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।