Advertisment

Primary Recruitment Scam: পার্থর 'কীর্তি' ধরতে জোর 'অ্যাকশন', এবার ইডি-র তলব কাকে?

Partha Chaterjee: এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই 'দাপুটে' তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সূত্রের খবর, সেই অভিযানে নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হয় তাঁর বাড়ি থেকে। এছাড়াও মিলেছিল সুপারিশপত্র, অ্যাডমিট কার্ডও।

author-image
IE Bangla Web Desk
New Update
primary recruitment scam case partha chaterjee tmc councillor bappaditya dasgupta ed , শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে সমন ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। ছবি- পার্থ পাল

ED Summons TMC Councillor Bappaditya Dasgupta: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব করল ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রায়ই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেও তাঁর যাতায়াত ছিল।

Advertisment

এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সূত্রের খবর, সেই অভিযানে নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হয় তাঁর বাড়ি থেকে। এছাড়াও মিলেছিল সুপারিশপত্র, অ্যাডমিট কার্ডও। এই তৃণমূল কাউন্সিলরকে একদফা তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই গোয়েন্দারা।

আরও পড়ুন- Darjeeling: দার্জিলিংয়ের মন পড়তে এবারও বহিরাগত প্রার্থীই ভরসা BJP-র? জোরালো হচ্ছে ভূমিপুত্রের দাবি

এবার বাপ্পাদিত্য দাশগুপ্তকেকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, সেই মামলাতেই তলব করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে। আয়কর রির্টান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও আরও বেশ কিছু নথি নিয়ে ইডি-র দফতরে বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পাটুলি, নাকতলা-সহ সংলগ্ন এলাকায় গত ১০ বছরের বেশি সময় ধরে বাপ্পাদিত্যের 'দাপট' সর্বজনবিদিত। সাম্প্রতিক সময়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের 'ঘনিষ্ঠ এবং আস্থাভাজন' হিসাবেও পরিচিতি গড়ে উঠেছিল তাঁর। ইডি মনে করছে, পার্থের সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল বাপ্পাদিত্যের। তাই নিয়োগ মামলায় পার্থের ভূমিকা সম্পর্কে বাপ্পাদিত্য অনেকটাই জানেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকের মামলায় পার্থের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বাপ্পাদিত্যকে চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

partha chatterjee Enforcement Directorate primary teachers recruitmen scam
Advertisment