Advertisment

Darjeeling: দার্জিলিংয়ের মন পড়তে এবারও বহিরাগত প্রার্থীই ভরসা BJP-র? জোরালো হচ্ছে ভূমিপুত্রের দাবি

Darjeeling-BJP: টানা তিন বার দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বাইরের প্রার্থী দিয়েছে। তিনজনই সাংসদ নির্বাচিতও হয়েছেন। এই কেন্দ্রে বারে বারেই দাবি উঠেছে ভূমিপুত্র প্রার্থীর। তবে এবারও কি সেই দাবি উপেক্ষা করে আগের তিনবারের ধারাই বজায় থাকবে, তা নিয়েই জোরালো চর্চা চলছে পাহাড় থেকে শুরু করে সমতলে। যশবন্ত সিং, এসএস আলুওয়ালিয়া, রাজু সিং বিস্তরা পর পর প্রার্থী হয়েছেন দার্জিলিং থেকে।

author-image
Joyprakash Das
New Update
BJPs candidate in Darjeeling constituency is may be an outsider in Lok Sabha elections

Darjeeling: লোকসভা ভোটে দার্জিলিঙে এবার কার উপর ভরসা রাখবে বিজেপি?

Darjeeling-BJP: লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) একেবারে দোরগোড়ায়। ইতিমধ্যে তৃণমূল (TMC) কংগ্রেসে দায়িত্ব প্রাপ্ত প্রবীণ নেতৃত্বের বয়স নিয়ে জোরদার বিতর্ক চলছে। প্রবীণ সাংসদরা রীতিমতো প্রমাদ গুনছেন। তবে বিজেপির (BJP) প্রার্থী নিয়ে এখনও তেমন চর্চা শুরু হয়নি এরাজ্যে। কিন্তু চর্চায় রয়েছে দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্র। পাহাড় ও সমতলের কম্বিনেশনের এই কেন্দ্রে গত তিন বছর টানা জয় পেয়েছে বিজেপি। তাহলে এবার কি প্রার্থী বদল করবে বিজেপি? কার ভাগ্যে শিকে ছিঁড়বে এই কেন্দ্রে।

Advertisment

একটা সময় এরাজ্যের একমাত্র এই কেন্দ্রেই গোর্খাদের (Gorkha) ভোট পেয়ে জয় নিশ্চিত ছিল বিজেপির। ৪২- ১ আসন জুটবে তা আগাম জানতো পদ্মশিবির।এদিকে গত টানা তিন বার দার্জিলিং লোকসভায় বিজেপি বাইরের প্রার্থী দিয়েছে। তিনজনই সাংসদ নির্বাচিতও হয়েছেন। এই কেন্দ্রে বারে বারেই দাবি উঠেছে ভূমিপুত্র প্রার্থীর। এবারও কি একই ধারা বজায় থাকবে, তা নিয়েই জোরালো চর্চা চলছে পাহাড় ও সমতলে। যশবন্ত সিং (Yashwant Singh), এসএস আলুওয়ালিয়া (S. S. Ahluwalia), রাজু সিং (Raju Bista) বিস্ত পর পর বিজেপি প্রার্থীরা দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

গত ২০০৯, ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে প্রার্থী পরবির্তন করেছে বিজেপি। এবার কি প্রার্থী পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে রাজনৈতিক মহলে। এর আগে কার্শিয়াংয়ের (Kurseong) বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ভূমিপুত্র প্রার্থী নিয়ে সুর চড়িয়েছিলেন। যদিও পরবর্তীতে শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) রাজু বিস্তের হয়েই ব্যাট ধরেছেন। পরিস্থিতি আপাতত ব্যালেন্সে আছে।

publive-image

দার্জিলিঙের বিদায়ী বিজেপি সাংসদ রাজু বিস্তা।

আরও পড়ুন- Garlic Price: ছুঁলেই ছ্যাঁকা রসুনে! আরও বাড়বে দাম? আশঙ্কায় বুক কাঁপছে আমজনতার

মূলত প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার (Harsh Vardhan Shringla) জনসংযোগ নিয়েই নানা প্রশ্ন দানা বেধেছে। যদিও তিনি বলেছিলেন, আমি ভোটে দাঁড়াব কিনা জানি না। কিন্তু চায়ে পে চর্চায় তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অবশ্য শ্রিংলা নিজেকে ভূমিপুত্র বলে মনে করেন। তাঁর সঙ্গে স্থানীয় বিজেপির পাহাড়ের নেতাদের দেখা গিয়েছে বলে খবর। তবে কি শ্রিংলার ভাগ্য খুলতে চলেছে চা-বাগিচার কেন্দ্র দার্জিলিংয়ে? সেই সম্ভাবনা অবশ্য দেখছেন না বিজেপির একাংশ। তবে একেবারে উড়িয়েও দিতে পারছে না।

আরও পড়ুন- Recruitment Scam: নিয়োগ দুর্নীতি: কোর্টে ‘সোনার কেল্লা’-‘ফেলুদা’ প্রসঙ্গ টেনে ‘তুখোড়’ ব্যাখ্যা CBI-এর

এদিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে পূর্ণ সমর্থন করছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, দার্জিলিং কেন্দ্রে যে উন্নয়ন রাজু বিস্তা করেছে সত্যি তা কেউ করতে পারেনি। এদিকে অযোধ্যার (Ayodhya) রামলালা (Ramlalla) প্রতিষ্ঠা করার পর স্থানীয় প্রার্থী নিয়ে সেই উন্মাদনাও আপাতত উধাও। দাবি, পাল্টা দাবি বন্ধ। তবে এই দুজনকে বাদ দিয়ে তৃতীয় কেউ এন্ট্রি নেয় কিনা সেটাই এখন দেখার।

darjeeling West Bengal bjp loksabha election 2024
Advertisment