ফের প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি গাঙ্গুলি। তার মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে বলেছেন তিনি।
প্রসঙ্গত, প্রাথমিক স্কুলে অবৈধভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগে ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি। পরে সুপ্রিম কোর্ট ওই ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। জানায়, আগে ২৬৯ জনকে মামলায় পার্টি করতে হবে। তাঁদের বক্তব্য আগে শুনতে হবে। যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের হলফনামা জমা দিতে হবে হাইকোর্টে। বৈধ ভাবে চাকরি পেয়েছেন তা হলফনামায় জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সেই মতো বিচারপতি গাঙ্গুলির বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। তাঁরা হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানান আদালতে। শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতির সিঙ্গল বেঞ্চে। এদিন ৫৩ জন আদালতে হাজির ছিলেন। একজন গরহাজির ছিলেন। এদিন আদালত হলফনামা খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। যে শিক্ষক অনুপস্থিত ছিলেন তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি।
আরও পড়ুন প্রশ্নের মুখে ১৫০০ চাকরিপ্রার্থীর ভবিষ্যত! দমকলে নিয়োগ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের
এদিকে, এবার দমকল দফতরের নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাবলিক সার্ভিস কমিশনকে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগের প্যানেল থেকে কোনও নিয়োগ করা যাবে না। সব অভিযোগ খতিয়ে দেখে সম্পূর্ণ নতুন প্যানেল প্রকাশ করতে হবে আগামী দু’মাসের মধ্য়ে।