scorecardresearch

টেটে নিয়োগে দুর্নীতি: বড় সিদ্ধান্ত হাইকোর্টের, বরখাস্ত ২৬৯ জন

২০১৭ সালের টেটের নিয়োগেও অতিরিক্ত প্যানেল তৈরি বেআইনি ছিল বলে জানিয়েছেন বিচারপতি।

calcutta high court orders immediate recruitment in forensic department If not the rule will be issued
কলকাতা হাইকোর্ট

২০১৪ সালের প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এবার সিবিআই। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে ওই নির্দেশে উল্লেখ, সোমবার বিকেল সাড়ে ৫টার মধ্যে এফআইআর দায়ের করে শুরু করতে হবে তদন্ত।

এ দিন বিকেলেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও সচিব। ২০১৭ সালের টেটের নিয়োগেও অতিরিক্ত প্যানেল তৈরি বেআইনি ছিল বলে জানিয়েছেন বিচারপতি।

এছাড়া নির্দেশ বলা হয়েছে যে, ২০১৪ প্রাথমিক টেটে নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভেতর কেন ২৬৯ জনকেই বেছে বেছে ১ নম্বর বেশি দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই ২৬৯ জনের বেতনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বরখাস্তরা যাতে স্কুলে প্রবেশ করতে না পারেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে এবার মুখ্যমন্ত্রী-ই, বিধানসভায় হই হই করে পাশ বিল

পর্ষদের আইনজীবী আদালতে জানিয়েছেন যে, শিক্ষা দফতরের অনুমতি সাপেক্ষেই নতুন নিয়োগ তালিকা প্রকাশিত করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Primary tet scam 2014 calcutta high court dismissed 269 teachers