Sex Racket Malda: মধুচক্রের আসরের অভিযোগ তুলে জনৈক এক মহিলার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় মধুচক্রের আসর চালানোর অভিযোগে একজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বাকি কয়েকজন যুবক ও যুবতী ওই বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ ।
এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে এলাকারই এক যুবককে মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সিঙ্গাতলা এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মধুচক্র চালানোর অভিযোগে একজনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম অভ্রজিত দাস (২৪) এদিন মধুচক্রের আসরের প্রতিবাদ জানিয়েছিল ওই যুবক। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তারপর অতর্কিত হামলা চালায়, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আহত ওই যুবককে প্রাথমিক চিকিৎসা করানো হয় মালদা মেডিকেল কলেজে। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।
সিঙ্গাতলা এলাকার বাসিন্দা মৌসুমী দাস, পাপিয়া দাস , নয়না মন্ডলদের অভিযোগ, প্রতিদিনই বহিরাগত কিছু যুবক-যুবতী মোটর বাইক নিয়ে এলাকারই এক বাসিন্দা শিখা ঘোষের বাড়িতে এসে মদ, গাঁজার আসর বসায়। সেখানেই চলে মধুচক্রের ঠেক। এর আগেও এলাকাবাসী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোন লাভ হয় নি।
শুক্রবার রাতে ওই বাড়িতেই মধুচক্রের আসর চলছিল। প্রথমে বিষয়টি জানতে পেরে অভ্রজিত দাস নামে এক যুবক প্রতিবাদ জানায়। তখনই ওই যুবককে মারধর করে মধুচক্রের সঙ্গে যুক্ত কারবরীরা । এরপর কয়েকজন যুবক-যুবতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকার মহিলারাই ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে সিঙ্গাতলা এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মধুচক্রের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। কিন্তু বাকিদের ধরতে পারেনি পুলিশ।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে । একজনকে আটক করা হয়েছে।