West Bengal News highlights: ব্রিটেনের মন জয় করে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী, বিমান বন্দরে উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা

West Bengal News Update 29 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 29 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mamata london to kolkata return

ব্রিটেনের মন জয় করে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী, বিমান বন্দরে উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা

Latest West Bengal News Updates: ব্রিটেন সফর শেষ করে অবশেষ বাংলায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দরে মুখ্যমন্ত্রীকে এদিন সন্ধ্যায় স্বাগত জানাতে হাজির ছিলেন বিপূল সংখ্যক কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে বিমান বন্দর থেকে বাইরে বেরোতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। বিমান বন্দর থেকে বাইরে বেরোনোর সময় তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। দমদম বিমান বন্দর থেকে নেমেই সোজা গাড়িতে উঠে পড়েন।  ২২ মার্চ কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ সেখানে ঠাসা কর্মসূচী সেরে আজ সন্ধ্যা সাতটা নাগাদ দুবাই হয়ে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

ফের মায়ানমারে ভূমিকম্প, ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দেশ!ফের মায়ানমারে ভূমিকম্প, ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দেশ! ইতিমধ্যে ভূমিকম্পের জেরে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন কয়েক হাজার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। মায়ানমারের রাজধানী নেপিডোর কাছে দুপুর ২.৫০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে সর্বশেষ কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মায়ানমার-থাইল্যান্ডের পর আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষশুক্রবার (২৮ মার্চ) মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ আফগানিস্তানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে ২৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে। বর্তমানে এই ভূমিকম্পে প্রাণহানি বা সম্পত্তির কোনও খবর নেই।

Advertisment

আবারও কলকাতা শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানা এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই এলাকা থেকেই দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত দুই যুবক মালদহের কালিয়াচকের বাসিন্দা। কলকাতা শহরে বসে বড়সড় কোনও নাশকতার ছক ছিল ধৃতদের? কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল? দু'জনকে জেরা করে জানার চেষ্টায় তদন্তকারীরা।

এবার পুলিশের হাতেই 'আক্রান্ত' রাজ্যের প্রাক্তন দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী অখিল গিরি। এই অভিযোগ তুলে রামনগর থানার সামনে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতার অনুগামীদের। ১১৬ নম্বর জাতীয় সড়ক আটকে চলে বিক্ষোভ। 'আহত' মন্ত্রী অখিল গিরিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। অখিল গিরির অভিযোগ, ভুয়ো ভোটার ঢুকতে বাধা দেওয়ায় ডিএসপি আবুনুর হোসেনের নেতৃত্বে রামনগর থানার পুলিশ তাঁর উপর আক্রমণ করে। ধস্তাধস্তির কারণে আমি আহত হয়েছি। বিজেপির মদতে পুলিশ ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। তার প্রতিবাদ করায় মারধর করেছে।" যদিও এব্যাপারে পুলিশের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভরা বসন্তে তীব্র দাবদাহ শুরু বাংলায়। সূর্যের গনগনে তেজে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শনিবার তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। খাতায়-কলমে গ্রীষ্ম না পরলেও গরমে অসহনীয় পরিস্থিতি শুরু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং গরমের এই অসহনীয় পরিস্থিতি থেকে এখনই মুক্তির সম্ভাবনা কার্যত নেই। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও।

  • Mar 29, 2025 16:27 IST

    West Bengal News Live: মায়ানমার-থাইল্যান্ডের পর আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

    মায়ানমার-থাইল্যান্ডের পর আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ
    শুক্রবার (২৮ মার্চ) মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ আফগানিস্তানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে ২৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে। বর্তমানে এই ভূমিকম্পে প্রাণহানি বা সম্পত্তির কোনও খবর নেই।



  • Mar 29, 2025 16:21 IST

    West Bengal News Live: ফের মায়ানমারে ভূমিকম্প, ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দেশ!

    ফের মায়ানমারে ভূমিকম্প, ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দেশ! ইতিমধ্যে ভূমিকম্পের জেরে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন কয়েক হাজার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। মায়ানমারের রাজধানী নেপিডোর কাছে দুপুর ২.৫০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে সর্বশেষ কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 



  • Mar 29, 2025 16:08 IST

    West Bengal News Live: বড়সড় কেলেঙ্কারির পর্দা-ফাঁস

    খাস কলকাতা শহরের নাকের ডগায় বসে আন্তর্জাতিক কল সেন্টার থেকে বড়সড় কেলেঙ্কারির পর্দা-ফাঁস। সল্টলেক সেক্টর ফাইভের ওই কল সেন্টার ও তার মালিকের বাড়িতে হানা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। অতর্কিতে চালানো এই অভিযানে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নগদ ৩ কোটি ৩ লক্ষ টাকা ও আনুমানিক ৪০ লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই কল সেন্টার থেকেই প্রতারণার জাল পাতা হত বলে জেনেছেন তদন্তকারীরা। 



  • Mar 29, 2025 15:01 IST

    West Bengal News Live: মমতাকে আক্রমণ আরজি করের নির্যাতিতার মায়ের

    সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লন্ডনে কেলগ কলেজের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর পরপরই একদল ব্যক্তি রীতিমতো প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। "উনি যেখানেই যাবেন, সেখানেই ওঁকে প্রতিবাদের মুখে পড়তে হবে।" লন্ডনের ঘটনা নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন আরজি করের নির্যাতিতার মা।


    বিস্তারিত পড়ুন- RG Kar: 'উনি যেখানেই যাবেন, প্রতিবাদের মুখে পড়বেন', মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ আরজি করের নির্যাতিতার মায়ের



  • Mar 29, 2025 14:35 IST

    West Bengal News Live: ফাঁকা বাড়িতে চুরি

    রাজারহাটের জামাল পাড়ার ফাঁকা বাড়িতে চুরি। নগদ প্রায় ১ লক্ষ টাকা ও তিন লক্ষ টাকারও বেশি গয়না নিয়ে চম্পট চোরেদের। রাজারহাটের জামালপাড়া মণ্ডল পাড়ার ওই পরিবার গত বুধবার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। গতকাল রাতে তারা বাড়িতে ফিরলে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙা ও ঘরের মধ্যে আলমারি, সুটকেস সহ সব কিছু ওলোট-পালট হয়ে রয়েছে। চুরি হয়েছে বুঝতে পেরে ওই পরিবার রাজারহাট থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে পরিবারের বয়ান নেয়। এই চুরির নেপথ্যে কারা রয়েছে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। 



  • Mar 29, 2025 14:33 IST

    West Bengal News Live:স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

    আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পড়ুয়াকে গণধর্ষণ হয়নি বলে আদালতে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানাল CBI। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে জানানো হয়েছে, অকুস্থলে নমুনার DNA পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় একজন পুরুষেরই নমুনার মিল পাওয়া গিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত কতজনের বয়ান CBI নিয়েছে সেই তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা পুলিশ যে কেস ডায়েরি সিবিআইকে দিয়েছিল সেটি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু'সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।



  • Mar 29, 2025 10:53 IST

    West Bengal News Live:DA বৃদ্ধির ঘোষণা

    কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও দুই শতাংশ মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মোদী সরকার। এই সিদ্ধান্তের জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। কেন্দ্র DA বাড়ানোর ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ্যভতার ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে। দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ সরকারও বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত এপ্রিল থেকেই কার্যকরের কথা জানিয়েছিল।



  • Mar 29, 2025 10:31 IST

    West Bengal News Live:চিনা প্রেসিডেন্টের মন জয়ে মরিয়া ইউনূস

    চার দিনের চিন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ইউনূসের সফরসঙ্গী সরকারের একাধিক হেভিওয়েট।  তাঁর এই সফরের আসল উদ্দেশ্য হল চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা। কিন্তু এখন সংবাদ শিরোনামে উঠে এসেছে আম-কাঁঠাল প্রসঙ্গ। বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার সময় ইউনূস তাঁকে বাংলাদেশের আম এবং কাঁঠাল উপহার হিসাবে দিয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশের আম এবং কাঁঠাল চেখে দেখেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও বাড়ানোর একাধিক উপায় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ-চিনের মধ্যে। 

    বিস্তারিত পড়ুন- Muhammad Yunus China Visit: আম-কাঁঠাল খাইয়ে চিনা প্রেসিডেন্টের মন জয়ে মরিয়া ইউনূস, বিনিয়োগ টানার 'নয়া কৌশল' জোর চর্চায়



  • Mar 29, 2025 10:29 IST

    West Bengal News Live:মোথাবাড়িতে অশান্তি, ৩৪ জন গ্রেফতার

    বৃহস্পতিবার মালদার মোথাবাড়ি এলাকা এবং আশেপাশের এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Malda News: মালদহের মোথাবাড়িতে অশান্তি, ৩৪ জন গ্রেফতার, বন্ধ ইন্টারনেট, এলাকায় পুলিশি টহল



  • Mar 29, 2025 10:28 IST

    West Bengal News Live:ফের দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

    আবারও মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতির সম্পর্কে মুখ্যমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে আবারও স্বভাবসিদ্ধ ঢঙেই আরজি কর (RG Kar) কাণ্ড থেকে শুরু করে মালদার মোথাবাড়ির ঘটনা, বিজেপির এজেন্ডা-সহ একাধিক বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য ফের চর্চায়।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'এত ছোট মন নিয়ে মুখ্যমন্ত্রী কীভাবে হতে পারেন?', ফের দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী



  • Mar 29, 2025 08:45 IST

    West Bengal News Live:আরও চড়বে তাপমাত্রা

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বাড়বে। আগামী কয়েকদিনে আরও অসহনীয় হবে পরিস্থিতি। সুতরাং পরিস্থিতি যে আরও অসহ্যকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস?

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:আরও চড়বে তাপমাত্রা, গরমে নাজেহাল দশার পালা, বৃষ্টি নিয়ে কী বার্তা হাওয়া অফিসের?



news of west bengal news in west bengal Bengali News Today RG Kar Case CM Mamata banerjee