North 24 Parganas: ঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রান দিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের চক ঝাউডাঙায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রানসামগ্রী দিতে আসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। ত্রান দিতে এসে বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়কে ঘিরে রাস্তা করে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, চকঝাউডাণঙায় প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা ইটের রাস্তা। বর্ষার দিনে যা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অবিলম্বে তাদের রাস্তা করে দিতে হবে। ক্ষোভের মুখে পড়ে তৃণমূল ঘাড়ে দোষ চাপালেন স্বপন মজুমদার। স্থানীয়দের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, বিধায়ক তহবিলে তিনি যে টাকা পান তা দিয়ে এই রাস্তা কথা করা সম্ভব না। রাস্তা করবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ। তৃণমূল নেতারা এলাকায় আসলে ধরে রাখুন।
এবিষয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, স্বাধীনতার এত বছর পরও যদি মানুষকে কাঁচা রাস্তায় হাটতে হয় তাহলে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তবে এই ক্ষোভ বিধায়কের প্রতি নয়, রাস্তা কেন হয়নি তার প্রতি। সাধারণ মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আমরা বিধায়করা বছরে ৬০ লক্ষ টাকা পাই আমার এলাকায় ১২ টি পঞ্চায়েত প্রতি ৫ লক্ষ টাকা হয়। সেই টাকায় রাস্তা করা সম্ভব নয়। রাস্তা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে আমি চিঠি লিখব। একই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে স্বপন বলেন, তৃণমূল শুধু কাটমানি খেতে ব্যস্ত গ্রামের উন্নয়ন কিভাবে হবে সেই দিকে নজর নেই।
এবিষয়ে গাইঘাটা পঞ্চায়ের সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, ওই রাস্তা অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে। আগামীদিনে রাস্তা হবে। তৃণমূল নেতাদের ধরে রাখার বিষয়ে তিনি বলেন, তৃনমূল নেতাদের ধরে রাখতে হয় না। তারা ভালোবেসে মানুষের পাশে থাকে। আমি বলবো বিজেপির MLA - MP রা গেলে তাদের বেঁধে রাখুন।