RG Kar Case News: আরজি কর কাণ্ডের ৭ মাস পার হয়ে গেছে। কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আরজি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য় শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।
গত বছর ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নির্যাতিতার মা-বাবা। এমনটাই দাবি তাঁদের। এতদিন কেটে গেলেও হাসপাতাল-পুরসভার টানাপোড়েনে ডেথ সার্টিফিকেট হাতে পাননি বলে অভিযোগ অভয়ার মা-বাবার।
মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। মৃত্যুর এক সপ্তাহের মধ্যে ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা ছিল। কিন্তু নির্যাতিতার মা-বাবার দাবি, শুরু থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ এবং কলকাতা পুরসভার দায় নিয়ে চাপানউতোর চলছে। আর তার কারণেই ডেথ সার্টিফিকেট হাতে পাননি মা-বাবা।
আরও পড়ুন মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, আরজি করের নির্যাতিতার বাবা-মাকে কী বললেন সঙ্ঘপ্রধান?
নির্যাতিতার মা-বাবার অভিযোগ, শুরুতে হাসপাতাল মৌখিকভাবে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও সময় পেরিয়ে যাওয়ার পর লিখিত আবেদন করেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরে জানানো হয়, ডেথ সার্টিফিকেট কলকাতা পুরসভার বরো-১ থেকে দেওয়া হবে। কিন্তু বরো অফিস থেকে জানানো হয়, যেহেতু তরুণীর মৃত্যু আরজি কর মেডিক্যাল কলেজে হয়েছে তাই হাসপাতাল কর্তৃপক্ষকেই সার্টিফিকেট ইস্যু করতে হবে।
শেষপর্যন্ত ৪ দিন সময় চেয়ে বিশেষ অনুমতির কথা জানিয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নির্যাতিতার বাবার দাবি, তিনি নিশ্চিত এই সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু হবে না। তাঁর অভিযোগ, 'ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমার্জেন্সি মেডিক্যাল অফিসার পলি সমাদ্দার সেই সময় ডেথ সার্টিফিকেট ইস্যু করেননি। প্রশাসনিক গাফিলতি স্পষ্ট।'