/indian-express-bangla/media/media_files/2025/06/15/QhURodZIQYSl9gpoQyPx.jpg)
আচকমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, ২৫-৩০ পর্যটকের নদীতে ডুবে মৃত্যুর আশঙ্কা
Pune Bridge Collapse: রবিবার মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়ে। ২৫-৩০ জন পর্যটক ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অনেকেই ছোট শিশু। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন ৫-৬জন পর্যটক।
মহারাষ্ট্রের পুনেতে রবিবার ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে অন্তত ২৫-৩০ জন পর্যটক নদীতে পড়ে যান বলে খবর। এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসন সূত্রে খবর।
জানা গিয়েছে, পুনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুন্দমালা এলাকায় নদীর উপর থাকা সেতুটিতে একসঙ্গে বহু পর্যটক উঠে ছবি তুলছিলেন। আচমকাই সেতুটি ভেঙে পড়ে এবং বহু পর্যটক নদীতে পড়ে যান। ঘটনাস্থলে পৌঁছেছে ১৮টি অ্যাম্বুলেন্স ও এনডিআরএফ ও এসডিআরএফ-এর বিশেষ দল। চলছে উদ্ধার অভিযান। ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট করেছেন অভিষেক বন্দোপাধ্যায়।
এই ঘটনার স্মৃতি ফের উসকে দিয়েছে ২০২২ সালের মোরবি সেতু বিপর্যয়ের। সেই বছর ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জন প্রাণ হারান। বর্তমানে নিখোঁজ পর্যটকদের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তদন্তের পরই জানা যাবে কী কারণে সেতুটি ভেঙে পড়ল।
#WATCH पुणे, महाराष्ट्र: पिंपरी-चिंचवड़ पुलिस स्टेशन के अंतर्गत कुंदामाला गांव के पास इंद्रायणी नदी पर एक पुल ढह गया। 10 से 15 लोगों के फंसे होने की आशंका है। 5 से 6 लोगों को रेस्क्यू कर लिया गया है। अधिक जानकारी की प्रतीक्षा है: पिंपरी चिंचवड़ पुलिस pic.twitter.com/Fl8O2rt6iK
— ANI_HindiNews (@AHindinews) June 15, 2025
ছুটির দিন থাকায় প্রচুর ভিড় ছিল
রবিবার হওয়ায় সেখানে প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন। কিছু লোক সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। কতজন নদীতে ডুবে গেছেন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নদীতে ডুবে গেছেন। ঘটনাস্থলে প্রায় ২০০ পর্যটক উপস্থিত ছিলেন বলেই প্রশাসন সূত্রে খবর। দুর্ঘটনার পর, উদ্ধার অভিযানে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।