New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেন তৃণমূলের নেতা ও তাঁর সাগরেদদের হাতে
বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেন তৃণমূলের নেতা ও তাঁর সাগরেদদের হাতে
Purba Bardhaman News: পুলিশের পর এবার বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেন তৃণমূলের নেতা ও তাঁর সাগরেদদের হাতে। তৃণমূল নেতার বাড়ির ‘হুকিং’ কাটতে গিয়েই বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা তৃণমূল নেতার রোষানলে পড়ে প্রহৃত হন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ঘটে মঙ্গলকোট থানার ইরসোন্ডা গ্রামে।
বিদ্যুৎবন্টন সংস্থার দাবি, হামলায় তাঁদের ৫ জন আধিকারিক ও কর্মী জখম হয়েছেন। তার মধ্যে সংস্থার স্পেশাল অফিসার তথা অবসরপ্রাপ্ত ডিএসপিও রয়েছেন। তিনি গুরুতর চোট পেয়েছেন। গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্তদের চিকিৎসা শেষে সন্ধ্যায় সংস্থার গুসকরার স্টেশন ম্যানেজার আবদুল খালেক মঙ্গলকোট থানায় ওই তৃণমূল নেতা রমজান শেখ-সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করেছেন। যদিও রমজান তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তৃণমূলের মঙ্গলকোটের চাণক অঞ্চলের সভাপতি রমজান শেখ। বিদ্যুৎ বন্টন সংস্থার অভিযোগ, রমজান শেখ চুরি করে তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। চুরি করা বিদ্যুৎতেই তাঁর বাড়িতে এসি, সাবমার্সিবল চলে, আলোও জ্বলে। এইভাবে বিদ্যুৎ চুরি বন্ধ করতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎবন্টন সংস্থার ৬ জনের দল ২টি ভাগে ভাগ হয়ে অভিযানে নামে। একটি দল রমজান শেখের সাব-মার্শিবলের কাছে চলে যায়। আরেকটি দল রমজানের বাড়িতে যায়।
বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের অভিযোগ, তাঁরা সাব-মার্শিবলের কাছে গিয়ে দেখেন সেখানে রমজান রয়েছে। অপর দলটি যে ততক্ষণে রমজানের বাড়িতে হানা দিয়ে দিয়েছে সেই খবর রমজানের কাছে পৌঁছে যায়। এর পরেই রমজান লাঠি-কোদাল নিয়ে বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকদের উপর হামলা চালানো শুরু করে দেয়। মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। সংস্থার বর্ধমান আঞ্চলিক দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (নিরাপত্তা ও বিদ্যুৎ-চুরি) সুপ্রিয় দে জানিয়েছেন, “আমাদের আধিকারিক ও কর্মীদের প্রায় ৪০ মিনিট রমজান তাঁর বাড়িতে আটকে রেখেছিল। এই খবর পেয়ে পুলিশ আসছে জানার পর রমজান তাঁদের ছাড়ে“।
আরও পড়ুন চেয়ারে শরীর-টেবিলে ঠ্যাং! ক্লাসরুমে প্রধান শিক্ষকের 'ভাত-ঘুম' মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
সুপ্রিয় দে আরও জানিয়েছেন, ৩০ হাজার টাকা বিদ্যুতের বিল বকেয়া থাকায় প্রায় এক বছর আগে রমজানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তারপর থেকে চুরি করা বিদ্যুতেই রমজানের বাড়িতে আলো জ্বলছে, এসি চলে। সেটা আটকানোর জন্যেই তাঁরা হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েছেন। বিদ্যুৎ বন্টন বিভাগের গুসকরার স্টেশন ম্যানেজার মঙ্গলকোট থানায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পৌনে দু’টো নাগাদ সংস্থার কর্মীরা রমজানের বাড়ির বেআইনি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর বিভিন্ন নথি ও তথ্য বাজেয়াপ্ত করে সংস্থার সকলে যখন ফেরার জন্যে প্রস্তুতি নিচ্ছিল তখন রমজানের নেতৃত্বে প্রায় ৩০ জন তাঁদের ঘিরে ধরে শারীরিক ভাবে নিগ্রহ করে। রড-লাঠি নিয়ে আক্রমণ করে। বাধ্য করে চুরি করা বিদ্যুৎ রমজানের বাড়িতে ব্যবহার হওয়ার ছবি ও ভিডিও মুছতে।
তৃণমূল নেতা রমজান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি ধারেকাছেই ছিলেন না। তাঁর কথায়, সৌর-বিদ্যুতে চলা সাবমার্শিবল বিকল হয়ে যাওয়ায় গ্রামের চাষিরা বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। সেই সংযোগ কাটতে এলে চাষিরা বিক্ষোভ দেখায়। সেই খবর পেয়ে তিনি সেখানে গিয়ে চাষিদের সরিয়ে দিয়েছেন। বিদ্যুৎ চুরি করে বড়িতে ব্যবহারের অভিযোগও রামজান শেখ মিথ্যা বলে দাবি করেছেন। তবে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী সাফ জানিয়ে দেন, “কোনও অন্যায় হয়ে থাকলে বিদ্যুৎ দফতর নিশ্চিতভাবে আইনানুগ ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে“।