scorecardresearch

বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু বাবা-মেয়ের, ভয়ঙ্কর কাণ্ড মেচেদায়

উনুন থেকেই আগুন ছড়িয়ে যায় বলে প্রাথমিক ধারণা।

Purba Medinipore: Massive Fire killed Father and daughter
বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত বাবা-মেয়ের মৃত্যু পূর্ব মেদিনীপুরে

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেচেদায়। মেচেদার আন্দুলিয়া গ্রামে রাস্তার পাশে একটি বস্তির ঝুপড়ি বাড়িতে ভোর ৫টা নাগাদ হঠাৎই আগুন লাগে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয় বলে জানা গয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। এই ঘটনায় বৃদ্ধ বাবা ও মেয়ের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম গোকুল কর (৭০) ও মল্লিকা কর (৩৫)। এঁরা বাবা ও মেয়ে ঝুপড়ি বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে।

কোলাঘাট থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়।

আরও পড়ুন এ কী কাণ্ড, ঝাঁটা হাতে সাগর দাপালেন মমতার মন্ত্রীরা!

জানা গিয়েছে, বস্তিটিতে আট দশটি ঝুপড়ি বাড়ি ছিল। একটি বাড়িতে রান্না হচ্ছিল। সেই উনুন থেকেই আগুন ছড়িয়ে যায় বলে প্রাথমিক ধারণা। মৃত্যু হয় বৃদ্ধ বাবা ও মেয়ের। ঘটনাটি ঘটে মেচেদার আন্দুলিয়া গ্রামে। কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Purba medinipore massive fire killed father and daughter