বাঙালি আর বেড়ানো, এই দুটি শব্দ যেন একে অপরের গভীর পরিপূরক। টানা কয়েকদিনেরই হোক বা ঝটিকা সফর, একটু সুযোগ পেলেই বেড়াতে ছোটে বাঙালি। কারও পছন্দ পাহাড় তো কেউ ভালোবাসেন সমুদ্র। অনেকেই কোলাহলমুক্ত একটু নিরিবিলি ডেস্টিনেশনের খোঁজ করেন। বিশেষ এই প্রতিবেদন তাঁদেরই জন্য। কলকাতার কাছেই অসাধারণ এক সমুদ্র সৈকতের খোঁজ মিলবে বিশেষ এই প্রতিবেদনে। যার অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলবে অতীব সুন্দরী রমণীদেরও।
পূর্ব মেদিনীপুরের তাজপুর। দিঘা বেড়াতে গেলে অনেকেই ছুটে যান অপূর্ব এই এলাকায়। এই সমুদ্রতটের অসাধারণ শোভা মন কাড়ে পর্যটকদের। দিঘার চেয়ে বেশ নিরিবিলি এই সাগরপাড়। মন্দারমণি এবং শঙ্করপুরের মধ্যবর্তী এই সমুদ্রপাড়ে পর্যটকদের আনাগোনা কমই থাকে। সেই কারণে বছরভর এখানকার পরিবেশ বেশ নিরিবিলি। দিন কয়েকের ছুটিতে এতল্লাটে বেড়াতে যেতেই পারেন।
আরও পড়ুন- নিরিবিলি সাগরতটে লাল কাঁকড়ার লুকোচুরি, অসাধারণ এই সমুদ্রতট কলকাতার খুব কাছেই
প্রতিদিনের জীবনের ব্যস্ততা থেকে কয়েকদিনের আরাম খুঁজতে গেলে পূর্ব মেদিনীপুরের এই এলাকার জুড়ি মেলা ভার। সমুদ্রতটজুড়ে রয়েছে ঝাউবনের সারি। সকাল হোক বা বিকেল, ঝাউবনের আড়ালে বসেই কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা। এই তাজপুর থেকেই ইচ্ছে হলে বেরিয়ে আসতে পারেন দিঘা, মন্দারমণি, শঙ্করপুর। শহুরে কোলাহল দূরে ঠেলে অবসর সময় কাটাতে তাজপুর হল আদর্শ ভ্রমণস্থল। এখানেও প্যারাগ্লাইডিং, ওয়াটার স্পোর্টসের সুবিধা পাবেন।
আরও পড়ুন- কোলাহলহীন শান্ত পরিবেশ, পাহাড়-কোলের ছোট্ট গ্রামে মনের স্বস্তি, প্রাণের সুখ!
কীভাবে পৌঁছবেন তাজপুরে?
দিঘা যাওয়ার পথেই পড়ে তাজপুর। হাওড়া থেকে ট্রেনে গেলে রামনগর স্টেশনে নেমে পড়তে হবে। রামনগর স্টেশনের বাইরে থেকেই তাজপুর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। মেরেকেটে মিনিট চল্লিশ সময় লাগবে। তবে সড়কপথে গেলে ৬ নং জাতীয় সড়ক ধরে পৌঁছে যান নন্দকুমারে। সেখান থেকে রামনগরের রাস্তায় গেলে পড়বে চাউলখোলা। এই চাউলখোলা থেকে গাড়ি ভাড়া করে তাজপুর যাওয়া যাবে।
আরও পড়ুন- শান্ত-নিরিবিলি অসাধারণ এই সাগরপাড় কলকাতার কাছেই! ফাঁক পেলে ঘুরেই আসুন!
তাজপুরে কোথায় থাকবেন?
তাজপুরে থাকার জন্য ছোট-বড় একাধিক হোটেল আছে। বেশ কিছু হোটেলের ভাড়া বেশ চড়া। যদিও মধ্যবিত্তের নাগালের মধ্যেও একাধিক হোটেল পেয়ে যাবেন এখানে। তবে চাইলে এখানে এসেও হোটেল খুঁজে নিতে পারেন। পিক-সিজনে এলে আগে থেকে বুকিং করে আসাই ভালো। তাজপুরে কয়েকটি হোটেলের নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল।
লা ম্যাকাও রিসর্ট- 096744 07000
তাজপুর হলিডে ইন- 083276 28450
ব্লু ওয়েভস হোটেল তাজপুর- 090464 09206
গীতাঞ্জলি রিসর্ট- 086974 58674
আরও পড়ুন- বাংলার এতল্লাটের পরতে-পরতে লুকিয়ে ইতিহাস, রহস্যে ঘেরা বহু কাহিনী আজও চর্চায়!