Advertisment

Weather Forecast: দুপুরের পরই আবহাওয়ার ম্যাজিক বদল? ফের পুজোর মুখে ভাসবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট

Weather Forecast: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা

Weather Forecast: পুজোর মুখে বানভাসি বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এর মাঝেই জোড়া নিন্মচাপ বলয়ের প্রভাবে সোমবার থেকে আমূল বদল হবে আবহাওয়ার। বৃষ্টিতে ভাসবে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। কলকাতা সহ হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে বঙ্গপোসাগরে সৃষ্ট জোড়া ঘুর্ণাবর্ত সোমবার নিন্মচাপে পরিণত হবে। যার জেরে আবহাওয়ায় আমূল বদল লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস।

সোমবার থেকেই আমূল বদলে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগর ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দীঘা পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বাংলায় মুহূর্তে বদলে যেতে আবহাওয়া। পুজোর আগে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দুপুরের পর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকাতেও।

বানের জলে ভেঙেছিল বাড়ি, শুভেন্দু বেতন থেকে ৫ লক্ষ টাকা দিতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে সোমবারের মধ্যে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাঝেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে ভাসতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস আলিপুর হওয়া অফিসের।

কলকাতাতেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়াও বইতে পারে । দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে

ময়নাতদন্তে চাপ, 'রক্তগঙ্গা' বয়ে যাওয়ার হুমকি, বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড়

Alipore Weather Office weather update weather Weather Report Weather Forecast Bengal Weather Forecast weather Update. Bengal Weather
Advertisment