/indian-express-bangla/media/media_files/2025/08/30/vladimir-putin-india-visit-2025-2025-08-30-11-33-52.jpg)
ট্রাম্পের শুল্ক আরোপের মাঝেই মোদীর পাশে পুতিন
ট্রাম্পকে থোড়াই কেয়ার! এবার ভারতের সঙ্গে আরও বেশি বাণিজ্য বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সরাসরি ট্রাম্পের হুমকিকে উপেক্ষ করে তিনি ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ঘোষণা করেছেন।
নিজের দেশে এক ভাষণে পুতিন বলেন, ভারত ও রাশিয়ার সম্পর্ক কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই নয়, বিশ্বব্যাপী বিভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করে। তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কখনও অবনতি হয়নি এবং দুই দেশের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়ার দৃঢ় বন্ধন আজও অটুট রয়েছে।
আরও পড়ুন-সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যুমিছিল
পুতিন জানান, এই বছরের ডিসেম্বরের শুরুতে তিনি ভারত সফরে যাচ্ছেন। সেই উপলক্ষে তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন—ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করা। এর অর্থ, রাশিয়া এখন ভারতের কাছ থেকে আরও বেশি কৃষি পণ্য, ওষুধ এবং অন্যান্য পণ্য আমদানি করবে। এর ফলে, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ফলে তৈরি হওয়া বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর হবে।
রুশ প্রেসিডেন্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) অংশীদারিত্বের কথাও স্মরণ করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "বন্ধু" হিসেবে উল্লেখ করেন এবং বলেন, মোদির নেতৃত্বাধীন সরকার "বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়"।
আরও পড়ুন-মোদীর মাস্টারপ্ল্যানে দিশাহীন পাকিস্তান, কলকাতা থেকে চিন, চালু সরাসরি বিমান পরিষেবা
পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারতের রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রাখার প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি সার্বভৌম ভাবমূর্তিকেও শক্তিশালী করেছে। তিনি এটিকে একটি "সাহসী ও দূরদর্শী পদক্ষেপ" হিসেবে উল্লেখ করেছেন।
শেষে পুতিন জানান, রাশিয়া এখন ভারত থেকে আরও বেশি শস্য, ফল, শাকসবজি ও ওষুধ কিনবে। তিনি স্বীকার করেন বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে এগুলি সমাধান করলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।