/indian-express-bangla/media/media_files/uxCzW8JtwdHOlStGxPnl.jpg)
ডাক্তারিতে ভর্তির নামে টাকাও তুলত সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ! প্রকাশ্যে চিকিৎসকের কুকীর্তি
Birupaksh Biswas :গত ৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে বারে বারে সামনে এসেছে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের নাম। আরজি করের সেমিনার রুমের ভাইরাল ভিডিও থেকে হাসপাতালে 'দাদাগিরি', পড়ুয়াদের হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ সামনে এসেছে আর জি কর কাণ্ডে ‘সাসপেন্ড’ হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে।
'মোদীকে পছন্দ করি', ভরা মঞ্চে রাহুলের মন্তব্যে 'হতবাক' বিশ্ববাসী
এবার ডাক্তারিতে ভর্তির নাম করে আট লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পুরনো অভিযোগ নতুন করে সামনে এসেছে। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। প্রায় চার বছর আগে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুর্শিদাবাদের জলঙ্গির ছাত্রের বাবার কাছ থেকে দু'দফায় মোট আটলক্ষ টাকা হাতিয়ে নেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস বলেই পরিবারের অভিযোগ। এই মর্মে ওই ছাত্রের পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে।
স্বাস্থ্য ভবনের সামনে চরম বিশৃঙ্খলা, অগ্নিমিত্রা পালকে দেখেই 'গো-ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের
জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ এই প্রশ্ন উঠেছে। ছাত্রের বাবার অভিযোগ, ছেলে দমদমে এক কোচিং সেন্টারে ডাক্তারির এন্ট্রাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ছেলের মুখেই বিরূপাক্ষর প্রতিপত্তি জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করি। চেকের মাধ্যমে প্রথমে তিন লক্ষ টাকা দিই পরের ৫ লক্ষ টাকা নগদে দিই ওই চিকিৎসককে। কিন্তু ভর্তি তো দূর। টাকাও ফেরত দেন নি ওই চিকিৎসক। ফোন করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করে সে। অবশেষে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ছ’মাস পুলিশ পদক্ষেপ করেনি। পরে ওই চিকিৎসক আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিন নিয়ে নেন।
রাজ্যে আরও বাড়ছে POCSO আদালত, আরজি কর ইস্যুতে মন্ত্রীদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
ঘটনা চক্রে আরজি কর আবহে জুনিয়ার ডাক্তাররা গত বরিবার বউ বাজার থানায় বিরূপাক্ষ সহ তিন সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। মুর্শিদাবাদের ওই প্রতারণার শিকার হওয়া পরিবার জানিয়েছে, গত শনিবার সুর নরম করে নিজেই বিরূপাক্ষ ওই টাকার মধ্যে ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন। পরিবারের অভিযোগ প্রসঙ্গে তৎকালীন জঙ্গলী থানার ওসি উৎপল বিশ্বাসের এত দিনের পুরনো ঘটনা মনে নেই বলেই দায় এড়িয়েছেন।
জল্পনার অবসান! লঞ্চ হল iPhone 16 সিরিজ, কবে থেকে শুরু বিক্রি? দাম কত?