Advertisment

RG Kar Rape And Murder Case Updates: আটঘাট বেঁধে ময়দানে নির্যাতিতার পরিবার, ন্যায় বিচার চেয়ে এবার বিরাট পদক্ষেপ

RG Kar Rape And Murder Case Updates: কলকাতার আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় হাইকোর্টে রি-ট্রায়ালের আবেদন জানাতে চলেছেন নির্যাতিতার পরিবার।

author-image
Madhumita Dey
New Update
R G Kar rape-murder case

আটঘাট বেঁধে ময়দানে নির্যাতিতার পরিবার, ন্যায় বিচার চেয়ে এবার বিরাট পদক্ষেপ Photograph: (ফাইল ছবি)

RG Kar Rape And Murder Case Updates: কলকাতার আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় হাইকোর্টে রি-ট্রায়ালের আবেদন জানাতে চলেছেন নির্যাতিতার পরিবার। সেই পরিপেক্ষিতে রবিবার নির্যাতিতার পরিবারের অভিভাবকেরা মালদা এসে ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝার সঙ্গে দেখা করে কথা বললেন। কোন পরিপ্রেক্ষিতে নতুন করে উচ্চ আদালতে রি-ট্রায়ালের আবেদন জানানো যেতে পারে, সে বিষয় নিয়েও এদিন ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝার সঙ্গেও পরামর্শ আদান প্রদান করেছেন তাঁরা।ইংরেজবাজার শহরের আইনজীবী তড়িৎ ওঝার বাড়িতেই এদিন সকালে আরজিকর কান্ডের নির্যাতিতা তরুনীর পরিবারের সদস্যরা আসেন। দীর্ঘক্ষণ তড়িৎবাবুর সঙ্গে কথা বলেন তাঁরা। 

Advertisment

এরপরই আইনজীবী তড়িৎ ওঝা জানিয়েছেন, "আরজিকর কান্ডের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেখিয়ে দেওয়া হলো, এই যুক্তি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে এই মামলায় যারা প্রথম থেকে যুক্ত তাদের ধরা হয় নি। প্রথম তদন্তে কলকাতা পুলিশ যা করেছে, সেটির উপরে ভর করে পরবর্তীতে সিবিআই চার্জশিট দাখিল করেছে। এই ঘটনার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। এব্যাপারে শিয়ালদা কোটে ৩৭ টি প্রশ্ন দেওয়া হয়েছিল। পাশাপাশি উচ্চ আদালতেও ৫৪ টি প্রশ্ন দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে। তার সাজা হয়েছে। কিন্তু এরপরই হাইকোর্টে রি-ট্রায়াল করার সমস্ত প্রক্রিয়ার বিষয়গুলি নিয়ে এদিন মৃত ওই চিকিৎসক পড়ুয়ার অভিভাবকেরা আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন"। 

নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে , তার মেয়েকে ধর্ষণ করে খুন করার ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নয়। এই ঘটনায় সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনেকেই জড়িত রয়েছে। ঘটনার দিন চার জন জুনিয়ার ডাক্তারও ছিল তারাও যুক্ত রয়েছে। সকলের কঠোর শাস্তির দাবিতে এবারে হাইকোর্টের রি-ট্রায়ালের আবেদন জানানোর জন্যই মালদার ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝার সাথে দেখা করেছি"।

Calcutta High Court RG Kar Medical College
Advertisment