/indian-express-bangla/media/media_files/2025/06/14/P7jKH49nKdzkRUVwSosz.jpg)
Police reshuffle: মহেশতলার সংঘর্ষের পরেই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নবান্নের।
Maheshtala clash:মহেশতলা কাণ্ডের জেরে এবার পুলিশে ব্যাপক রদবদল। সরিয়ে দেওয়া হল রবীন্দ্রনাথনগর থানার আইসিকে। মহেশতলার এসডিপিও-কেও বদলি করা হয়েছে। যদিও এটিকে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, মহেশতলার সংঘর্ষের জেরেই পুলিশে এই বদলি নবান্নের।
জানা গিয়েছে, রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিঞাকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অফ পুলিশ করে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। বদলি করা হয়েছে মহেশতলার SDPO-কেও। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে এসিপি থার্ড ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় মহেশতলার SDPO হয়ে আসছেন সৈয়দ রেজাউল কবির।
দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আকড়া সন্তোষপুর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। একটি দোকান বসানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে উত্তেজনা চরমে ওঠে। পুলিশকে লক্ষ্য করে চলে ইট-বৃষ্টি। ইটের গায়ে মাথা ফেটেছে একাধিক পুলিশকর্মীর। জখমও হয়েছেন অনেকে। পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বাইক, পুলিশের গাড়িতেও বেপরোয়া ভাবে চলেছে ভাঙচুর।
উন্মত্ত জনতাকে সামলাতে রীতিমতো নাজেহাল দশা হয়েছে পুলিশকর্মীদের। মহেশতলার এই ঘটনা নিয়ে আগাগোড়া সরব রাজ্যের প্রধান বিরোধী দল BJP। মহেশতলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী সেদিনের সংঘর্ষের ঘটনার তদন্তভার NIA-কে হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি।