ECI On Rahul Gandhi: 'ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগে কান দেবেন না', ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাব নির্বাচন কমিশনের
বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) ঘিরে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক মহল। শুক্রবার সংসদ ভবন প্রাঙ্গণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশন এই ভোট চুরির কাজে জড়িত। এটা কোনও কথার কথা নয়। উপর থেকে নিচ পর্যন্ত যাঁরা এতে যুক্ত, আমরা কাউকে ছাড়ব না।”
রাহুল গান্ধী আরও দাবি করেন, বিগত কয়েকটি নির্বাচনে অস্বচ্ছতা দেখে বিরোধীরা নির্বাচন কমিশনের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে তিনি জানান, “আমরা দেখতে পেয়েছি হঠাৎ এক কোটি নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে। তাই আমরা নিজেরাই তদন্ত শুরু করেছি।”
তিনি বলেন, “আমাদের হাতে থাকা তথ্য একটি 'পারমাণবিক বোমার' মতো। এটা প্রকাশ্যে এলে নির্বাচন কমিশনের গা ঢাকা দেওয়ার জায়গা থাকবে না।”
নির্বাচন কমিশনের পাল্টা কড়া প্রতিক্রিয়া
রাহুলের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়ে দেয়, এমন "ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন" বক্তব্যের দিকে তারা নজর দিচ্ছে না। কমিশনের তরফে এক বিবৃতিতে বলা হয়, “প্রতিদিনের ভিত্তিহীন অভিযোগ ও হুমকিকে উপেক্ষা করতে কর্মকর্তাদের বলা হয়েছে। তারা যেন স্বচ্ছতা বজায় রেখে নিজেদের দায়িত্ব পালন করেন।”
বিরোধীদের দাবিতে সরগরম সংসদ
ইন্ডিয়া অ্যালায়েন্স বিহারের এই SIR প্রক্রিয়াকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে উল্লেখ করেছে এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে। একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদদের স্লোগানে স্থগিত হয়ে যায় দিনের কার্যক্রম।