Dilip Ghosh-BJP: প্রাক্তন BJP রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন BJP-র নেতা-নেত্রীরা। কারণ, আজ ১ আগস্ট বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সাংসদকে শুভেচ্ছা জানানোর ঢল পড়ে গিয়েছে।
প্রাক্তন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সায়ন্তন বসু লিখেছেন, "প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি।" একইভাবে প্রাক্তন BJP সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন- WB Govt New Scheme:শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট! কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?
কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত এক বছর ধরে দলের বড় কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এমনকী সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভাতেও দলের রাজ্য নেতৃত্বের তরফে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে।
আরও পড়ুন- Kolkata news live updates: কবে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন? দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি
দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা তীব্র হয়েছিল। যদিও শেষমেষ দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, তিনি দল পরিবর্তন করবেন না।