Advertisment

Rahul Gandhi: জোট নিয়ে খোঁচা মমতার! ২৪ ঘন্টার মধ্যে পাল্টা কী বার্তা রাহুল গান্ধীর?

Opposition I.N.D.I.A Alliance: জোড়া-ফুলের সঙ্গে বাংলায় জোট গড়তে চান না অধীর চৌধুরী। আগেই জানিয়ে দিয়েছেন, তৃণমূলের দাক্ষিণের উপর কংগ্রেস নির্ভর করতে রাজি নয়। কিন্তু, হাইকমান্ডের মত আলাদা। তা রাহুলের বক্তব্য়েই সাফ। রাহুল গান্ধীর এ দিনের মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে কী বললেন অধীর চৌধুরী?

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi mamata banerjee opposition india alliance tmc congress cpim , ইন্ডিয়া জোট নিয়ে মমতা ব্যানার্জীর আক্ষেপের পরদিনই জোটের বার্তা রাহুল গান্ধীর

Rahul Mamata: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

Rahul Gandhi on Mamata Banerjee: সোমবারই ইন্ডিয়া জোটে সিপিআইএমের 'মৌরসীপাট্টা' নিয়ে আক্ষেপ ঝরে পড়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মুখে উচ্চারণ না করলেও প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধীর মন্দির দর্শন নিয়েও। ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি ছাড়ায়। বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই জবাব দিলেন রাহুল গান্ধী। বিরোধী জোট নিয়ে স্পষ্ট করে দিলেন কংগ্রেসের অবস্থানও।

Advertisment

কী বলেছেন রাহুল গান্ধী?

মঙ্গলবার গুয়াহাটিতে তৃণমূল নেত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, 'আমার সঙ্গে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাল। আমার দলের সঙ্গেও ওঁর ভালো সম্পর্ক। এসব ছোটখাটো বিষয় থাকে। তবে এখানে (অসমে) বসে এ নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, কখনও আমাদের কেউ কিছু বলে ফেলেন, আবার কখনও ওদের কেউ কিছু বলেন। তবে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই ফল প্রকাশ্যে আসবে। এতে জোটে কোনও প্রভাব পড়বে না।'

জোট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় তৃণমূলকে আসন ছাড়তে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যবাহী। অসম থেকে তাই খোলাখুলিই বাংলার মুখ্যমন্ত্রীকে জোটের বার্তা দিয়ে রাখলেন ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ।

রাহুলের মন্তব্যের পর কী বললেন অধীর চৌধুরী?

জোড়া-ফুলের সঙ্গে বাংলায় জোট গড়তে চান না অধীর চৌধুরী। আগেই জানিয়ে দিয়েছেন, তৃণমূলের দাক্ষিণে কংগ্রেস নির্ভর করতে রাজি নয়। কিন্তু, হাইকমান্ডের মত আলাদা। তা রাহুলের বক্তব্য়েই সাফ। রাহুল গান্ধীর এ দিনের মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যম ফোনে প্রশ্ন করলে অধীর বলেন, 'এ নিয়ে আমি কিছু বলার জন্য বসে নেই।' এরপরই ফোন নিজে থেকে কেটে দেন তিনি।

কী বক্তব্য সিপিএমের?

সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের কথায়, 'জাতীয়স্তরে কংগ্রেস, তৃণমূল নেতাদের সম্পর্ক ভাল হলে আমার কিছু বলার নেই। কিন্তু কংগ্রেসের প্রদেশ সভাপতি তো অন্য কথা বলেন। উনি বাংলার কংগ্রেস কর্মীদের মনোভাব উপলব্ধি করেন। জানি না হাইকমান্ড সেটা করে কিনা।'

আরও পড়ুন- Netaji: ‘আমাদের জীবন্ত নেতাজি চাই’, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে দুষে বললেন মমতা

লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট গড়েছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল। বাংলায় জোটের আসনরফা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। কংগ্রেসকে এ রাজ্যে তৃণমূল মাত্র ২টি ঐসন ছাড়তে প্রস্তাব দিয়েছে। তবে হাত শিবির ১০টি আসনে লড়তে চাইছে। কিন্তু তৃণমূল তাদের জোট শরিককে দু'টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ নিয়েই সরব অধীর চৌধুরী। যা নিয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষের সুরে বলেছেন, 'বাংলায় আসন নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে কংগ্রেস।'

কী বলেছিলেন মমতা?

এসবের মধ্যেই সোমবার সংহতি যাত্রা শেষে পার্কসার্কাসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '৩০০ আসনে আপনারা (কংগ্রেস) এককভাবে লড়ুন, আমরা সাহায্য করে দেব। আমরা তোমাদের কোনও আসনে লড়ব না। ইন্ডিয়ার নাম আমরা দিয়েছি। কিন্তু আমাদের এটা বলতে খুব দুঃখ হচ্ছে, আমরা যখন বৈঠকে যাই, দেখি সিপিএম বৈঠককে কন্ট্রোল করে। ওরা বলছে, যা মর্জি করব। একটা কথা মাথায় রাখুন, বিজেপিকে সাহায্য করবেন না। আল্লা কসম আপনারা ক্ষমা করবেন না, আমিও করব না।'

tmc CONGRESS rahul gandhi Mamata Banerjee opposition india alliance
Advertisment