Rahul Gandhi-children education support:ভারত-পাকিস্তান সীমান্তে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তান বাহিনীর গোলাবর্ষণে বাবা-মা বা পরিবারের একমাত্র রোজগার হারানো ২২৪টি শিশুকে “দত্তক” নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তরিক হামিদ কর্রা জানান, পুঞ্চে ২২ জন শিশুর শিক্ষার খরচের দায়িত্ব নেবেন রাহুল গান্ধী। প্রথম কিস্তির অনুদান বুধবারই দেওয়া হবে, যাতে ওই শিশুরা নিয়মিত স্কুলে অংশ নিতে পারে। এই সহায়তা তারা গ্র্যাজুয়েশন শেষ না করা পর্যন্ত চলবে।
রাহুল গান্ধী মে মাসে পুঞ্চ সফরে স্থানীয় কংগ্রেস নেতাদের অসহায় শিশুদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়ে যান। সরকারি নথি ও অন্যান্য কিছু কাগজপত্র দেখে চূড়ান্ত তালিকায় ২২ জনের নাম নিশ্চিত করা হয়। কংগ্রেস সাংসদ পরে অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন, শিশুদের মনোবল বাড়াতে শিক্ষার খরচ বহন করার অঙ্গীকার নেন।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'রোহিঙ্গা-বাংলাদেশি মুসলমানদের আশ্রয়দাতা মমতা', ফের সোচ্চার শুভেন্দু
রাহুল গান্ধী ক্রিস্ট পাবলিক স্কুলে গিয়ে বলেন,“আমি তোমাদের নিয়ে খুব গর্বিত। ছোট বন্ধুরা চলে গেছে, জানি ভয়ও অনুভব করছো। কিন্তু ভয় পেওনা, সবকিছু আবার স্বাভাবিক হবে… তোমরা এখন মেধা ও মেজাজে ঝাঁপিয়ে পড়ো, অনেক পড়াশোনা করো, মন খোলার মতো ভালো বন্ধু তৈরি করো।” পুঞ্চ শহরের ধর্মীয় স্কুল “জিয়া উল আলুম”-এ গোলাবর্ষণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অন্তত ছ’জন শিশু আহত হয়। পাক বাহিনীর শেলের আঘাতে ছোট শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন- West Bengal News live Updates:পুন্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেওঘরে বিরাট দুর্ঘটনায় মৃত্যুমিছিল, হাহাকার!