এবার কেন্দ্রীয় সরকারের কাছে রোহিঙ্গাদের চিহ্নিত করে বুলডোজারে তুলে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়ার আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হুগলি BJP-র 'কন্যা সুরক্ষা যাত্রা' কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে জিটি রোড ধরে মগরা রেল স্টেশন অবধি প্রায় ৪ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়ে নেতার পায়ে পা মেলান হাজার-হাজার দলীয় কর্মী।
BJP শাসিত রাজ্য গুলিতে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে তাড়ানো হচ্ছে বলে বিতর্কের ঝড় উঠেছে, যাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাঙালি হেনস্থা ইস্যুতে রাস্তায় নেমেছে জোড়াফুল। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার এই ইস্যুতে তৃণমূলের ওপর পাল্টা চাপ বাড়ানোর কৌশল বিজেপিরও।
গতকালের কর্মসূচিতে মগরায় শুভেন্দু অধিকারী বলেন, "যত রোহিঙ্গাকে, বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি (মমতা) এখানে রাখবেন। ভারতীয়রা সে হিন্দু হোক বা মুসলমান হোক খুব সাবধান! আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে তারপর বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে। এরা ভোটের দিন তৃণমূলের হয়ে ভোট করাবে, ভোট লুঠ করবে। বিকেল ৪টের পর যত মৃত ভোটার আছে তাদের হয়ে ভোট করাবে আর বিরোধীদের মাথা মোড়াবে।"
আরও পড়ুন- Delhi Poloice: 'বাঙালি বলে দুধের শিশুকেও নির্যাতন', মমতার অভিযোগ নিয়ে কী জানাল দিল্লি পুলিশ?
শুভেন্দুর কথায়, "গত লোকসভায় প্রাক্তন এমপি লকেট চট্টোপাধ্যায়কে ধনেখালিতে এরাই জুতো নিয়ে তাড়া করেছিল আপনারা দেখেছেন। তাই আমি ভারত সরকারের কাছে অনুরোধ করবো আপনারা এদেরকে ছাড়বেন না। এদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন আর বুলডোজার করে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন।"
আরও পড়ুন- West Bengal News live Updates:পুন্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেওঘরে বিরাট দুর্ঘটনায় মৃত্যুমিছিল, হাহাকার!