Advertisment

Premium: তুফান গতিতে আয় বেড়েছে! তৃণমূলের 'কৃষ্ণ' বাঘা-বাঘাদেরও ঘোল খাওয়াবেন

Lok Sabha Election 2024-TMC Candidate: এবারের লোকসভা নির্বাচনে এরাজ্যে খুব কম প্রার্থীই আছেন যাঁদের হাতে থাকা নগদের পরিমাণ তৃণমূলের এই প্রার্থীর ধারে কাছে আছে। মাত্র কয়েক বছরে পাহাড় প্রমাণ টাকার মালিক হয়েছেন তৃণমূলের এই কমবয়সী প্রার্থী। শুধু তিনিই নন, চোখে পড়ার মতো সম্পত্তি বেড়েছে তাঁর স্ত্রীরও।

author-image
Joyprakash Das
New Update
Baguiati TMC Worker Murder during on going lok sabha election 2024

TMC Worker Murder: ভোটের আবহে কলকাতায় তৃণমূলকর্মী খুন।

Lok Sabha Election 2024: আগামী ২৬ এপ্রিল দেশের একাধিক রাজ্যের পাশাপাশি বাংলাতেও দ্বিতীয় দফায় তিন কেন্দ্রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাট। রাজ্যের কোটিপতি প্রার্থীদের মধ্যে প্রথম দিকের তালিকায় আছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কৃষ্ণ কল্যাণী একাধিক সংস্থার মালিক ও তাঁর স্ত্রী নিশা কল্যাণীও কোম্পানিতে চাকরি ও ব্রোকার কমিশন এজেন্ট। গত কয়েক বছরে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়। আয় বৃদ্ধি ঘটেছে তাঁর স্ত্রীরও।

Advertisment

প্রয়াত দিনদয়াল কল্যাণীর ছেলে রায়গঞ্জের বাসিন্দা বছর ৪৪-এর কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি মেরুটে চৌধরি চরন সিং বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে বি কম পাশ করেছেন।

সম্প্রতি বিধায়ক পদ ছেড়েছেন তিনি। তবে বিজেপি বিধায়ক থাকাকালীনই তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে। আয়করের ঘোষণা অনুযায়ী কৃষ্ণ কল্যাণীর গত কয়েক বছরে রোজগার বেড়েছে কয়েক গুণ। ADR-এর রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ আর্থিক বছরে তাঁর আয় ছিল ৪৫ লক্ষ ২০ হাজার, ৫৫৩ টাকা। ওই সময়কালে তাঁর স্ত্রীর আয় ছিল ১১,১৬,৩৮৩ টাকা।

১০ বছরেও পার হয়নি, কৃষ্ণর বার্ষিক আয় বেড়েছে ৬ গুণেরও বেশি। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর হলফনামা অনুযায়ী ২০২২-২৩ আর্থিক বছরে তাঁর আয় ২ কোটি ৭৬ লক্ষ ৯১ হাজার ৮২০ টাকা। চার বছর আগে ২০১৮-১৯ আর্থিক বছরে আয় ছিল ১,০৬,৬৯,৫৪০ টাকা। চার বছরে মধ্যে আয় বেড়েছে আড়াই গুণেরও বেশি। স্ত্রী নিশা কল্যাণীর ২০২২-২৩ আর্থিক বছরে আয় ৩৮,৭৯,২২০টাকা। ৮ বছরের ব্যবধানে প্রায় ৪ গুণের কাছাকাছি আয় বেড়েছে। ২০১৮-১৯ সালে তাঁর আয় ছিল ২৮,১০,২৪৩ টাকা।

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘সপ্তাহের শুরুর বোমাতে বেসামাল হবে তৃণমূল’, বড় হুঁশিয়ারি শুভেন্দু!

এবারের লোকসবা ভোটে এরাজ্যে খুব কম প্রার্থীই আছেন যাঁদের নগদ কৃষ্ণ কল্যাণীর ধারে কাছে আছে। হলফনামার ঘোষণা অনুযায়ী ২৭ মার্চ রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ১৮,৮৪,৭২৪.৮৯ টাকা। তাঁর স্ত্রীর কাছে নগদ ছিল ১৫,৭৬,০৮৮.৮৫ টাকা। এই নগদের ব্যাপারে রাজ্যের যে কোনও প্রার্থীকে টেক্কা দিতে পারেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ।

আরও পড়ুন- Premium: অহনীয় গরমে দুর্বিষহ পরিস্থিতি, প্রেশারের রোগীরা সাবধান হোন! বাচ্চাদের সুস্থ রাখতেও টিপস চিকিৎসকের 

নির্বাচনী হলফনামা অনুযায়ী কৃষ্ণ কল্যাণীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭,৪২,৮০,০০৯.০২ টাকা। তাঁর স্ত্রীর ১,৩১,২৯,৯৯৫ টাকা। স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১,৪২,১০,৬৪৮ টাকা। ১,০০,৮৯,০০৬ টাকার সম্পত্তি আছে গিফ্টেড ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তাঁর ঋণ আছে ৮২,৯৩,৩০০টাকা।

tmc loksabha election 2024 krishna kalyani
Advertisment