আদিবাসীদের রেল অবরোধে চূড়ান্ত দুর্ভোগ। ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির আদিবাসীদের হাতে তুলে দেওয়ার দাবি ছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি চায় আদিবাসী সমাজ। এছাড়াও রয়েছে তাঁদের আরও বেশ কয়েকটি দাবি। নিজেদের দাবি আদায়ে শনিবার সকাল থেকে রেল অবরোধে আদিবাসীরা। মালদহের আদিনা স্টেশন এবং পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। টানা ৩০ মিনিট ধরে অবরোধ চলে হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনেও।
ফের একবার চাক্কা জ্যাম কর্মসূচি নিল আদিবাসীরা। এর আগেও বেশ কয়েক দফা দাবিতে টানা কয়েকদিন ধরে রেল অবেরাধ চালিয়ে গিয়েছিলেন আদিবাসীরা। এবারও সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে আদিবাসী সমাজের একটি বড় অংশ। 'আদিবাসী সেঙ্গেল অভিযান'-এর ব্যানারে শনিবার সকাল থেকে চলে রেল অবরোধ।
আরও পড়ুন- ধনুকভাঙা পণেই নজরকাড়া সাফল্য! টেটে প্রথম ইনার লড়াই জানলে প্রেরণা পাবেন
একদিকে মালদহের আদিনা স্টেশনে অবরোধ শুরু করেন আদিবাসীরা। রেললাইনের মাঝে বসে চলে অবরোধ। ব্যানার হাতে একদল আদিবাসী লাইন আটকে স্লোগানিং শুরু করেন। অন্যদিকে আদ্রা-চাণ্ডিল শাখার পুরুলিয়ার কাঁটাডি স্টেশনেও এদিন রেল অবরোধ করে বিক্ষোভে সামিল আদিবাসীরা। সেখানেও মাদল বাজিয়ে দাবি আদায়ে সোচ্চার হতে দেখা গিয়েছে আদিবাসীদের। একইভাবে রেল অবরোধ চলে জৌগ্রাম স্টেশনেও।
আরও পড়ুন- বউ ‘পালিয়েছে’ সৌমিত্র’র, জ্বলছেন অনুপম! চরম হুঁশিয়ারি বিজেপি নেতার
এদিকে কাজের দিনে এভাবে রেল অবরোধের জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বহু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। রেল ও রাজ্য পুলিশের পদস্থ কর্তারা দুই জায়গাতে গিয়েই অবরোধকারী আদিবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদেরকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা জারি রয়েছে। রেল অবরোধের ব্যাপারে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'অবরোধের জেরে কয়েকটি ট্রেন আটকে পড়ে ঠিকই তবে তাতে খুব বেশী সমস্যা হয়নি। ৯ টা ৫ মিনিটে অবরোধ ওঠে তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।'